এই মুহুর্তে টিআরপি-তে এগিয়ে কোন বাংলা সিরিয়াল, একনজরে তালিকা

  • ছোট পর্দা জুড়ে এখনও তুঙ্গে 'ত্রিনয়ণী'
  • অন্যদিকে স্টার এখন পর্যন্ত 'শ্রীময়ী'ময়
  • টিআরপির দৌড়ে এখনও এগোতে পারল না স্টার 
  • জেনে নিন চলতি সপ্তাহে সেরা পাঁচ মেগা
     

মেগা সিরিয়াল মানেই টানা পোড়েন, ওঠা নামার গল্প। কখনও পর্দা জুড়ে চলে টানটান উত্তেজনা, কখনও আবার তা পিছিয়ে অন্য ধারাবাহিকের টক্করে। ফলেই এক এক সপ্তাহে এক একটি সিরিয়ালের বাজার ওঠে জমে। সকাল থেকে সন্ধ্যে পাড়ার মোড়ে কান পাতলেই শোনা যায় বেশ কয়েকটি চেনা সুর, ছোট পর্দা জুড়েই তখন চলে ধারাবাহিকের দাপট। স্টার, জি, কালার্স, কার দৌড় কত দূর, সেই দিকে নজর রেখেই একের পর এক ছবি নতুন ধারাবাহিক উঠে আসে টিভির পর্দায়। জেনে নিন এই সপ্তাহে দৌড়ে কে এগিয়ে।  

এই সপ্তাহে টিআরপি উর্ধ্বমুখী 'ত্রিনয়ণী'-র। তবে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে টিআরপি কমে গিয়েছে 'ত্রিনয়ণী'-র। ৯ শতাংশ থেকে কমে গিয়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে 'ত্রিনয়ণী'-র টিআরপি। দৃপ্ত ও জ্যাসমিনের বিয়ে নিয়ে চলছে চূড়ান্ত মুহুর্ত। নয়ন ও তাঁর পুলিশবাবু মিলে শেষ পর্যন্ত কি করে তাঁর বিয়ে আটকাতে, সেটাই দেখার। অন্যদিকে শ্রীময়ী-র গল্পও জমে উঠেছে, তাঁর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে যাবে সেই নিয়ে টালমাটাল অবস্হা। রাসমনির টিআরপিও ঘোরাঘুরি করছে ৭.৫ এর ঘরেই। স্টার জলসাতে শুধুমাত্র উর্ধ্বগামী টিআরপি শ্রীময়ী-র, ৭.১ থেকে কমে গিয়েছে টিআরপি। স্টারের অন্যান্য সিরিয়ালগুলি তবে টিআরপি-তে উন্নতি করতে পারেনি। 

Latest Videos

তালিকাতে এখনও ফিরতে পারেনি ইরাবতীর চুপকথা, নজর, কলের বউ, লৌকিক না অলৌকিক। সেরা পাঁচ তালিকাতে এবারও জায়গা করতে পারেনি
স্টার। একনজরে সেরা পাঁচ-  

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন