Fact check: ব্যাঙ্কে একের বেশি অ্যাকাউন্ট থাকলে কি দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা? ভাইরাল খবরের সত্যতা জেনে নিন

সত্যিই কি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে জরিমানা দিতে হবে? পিআইবি এই খবরের সত্যতা যাচাই করে জানিয়েছে যে RBI এমন কোনও নির্দেশ জারি করেনি। একজন ব্যক্তি যত ইচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন।

Sayanita Chakraborty | Published : Dec 18, 2024 11:49 AM
110

সদ্য একটি খবর ভাইরাল হয়েছিল। যেখানে বলা হয় কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

210

তেমনই খবরে বলা হয়েছিল, RBI-এর পক্ষ থেকে নাকি এমন নির্দেশ জারি করা হয়েছে। এদিকে সকলেরই প্রায় একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে।

310

Savings অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট তো বটেই তেমনই অনেকের একাধিক Savings অ্যাকাউন্টও থাকে। তবে, কি সকলকে দিতে হবে জরিমানা?

410

সদ্য পিআইবি- এই বিষয় সত্যতা যাচাই করেছে। প্রেম ইনফরেনশন ব্যুরো এই বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে।

510

কিছু সংবাদমাধ্যম প্রচারের উদ্দেশ্যে আসল খবর গোপন করে খবর লিখছেন বলে দাবি করা হয়েছে। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ১০ হাজার টাকা দিতে হবে- RBI-র পক্ষ থেকে এমন বলা হয়নি।

610

জানানো গিয়েছে, একজনের মোট কয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে তার নির্দিষ্ট সংখ্যা নেই। আপনি যত খুশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন।

710

তবে, কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহ জনক কোনও ট্রানজাকশন হলে সে বিষয় অবশ্যই ব্যাঙ্ক সতর্ক হবে।

810

কোনও অ্যাকাউন্টে সন্দেহ জনক ট্রানজাকশন দেখলে ব্যাঙ্ক তা নিয়ে তদন্ত করতে পারে।

910

তাই সময় থাকতে সতর্ক হন। ভুয়ো খবর থেকে সতর্ক হন। যে কোনও খবরের সত্যতা যাচাই করে নিন।

1010

একাধিক অ্যাকাউন্ট থাকলে জরিমানা দিতে হবে এমন খবর ভুয়ো। ব্যাঙ্কের পক্ষ থেকে তা নির্দিষ্ট করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos