কলকাতায় তুষারপাতের দৃশ্য ঠিক কেমন হতে পারে? সত্যিকারের উপভোগ করা যাক বা না যাক, এডিটিং-এর কারসাজিতে তা তুলে ধরলেন অংশুমান চৌধুরী ও ডিজিট্যাল মার্কেটিং পেশাদার সৌভিক ঘোষ। জানা যাচ্ছে আইএ-র সাহায্যে তৈরি করা হয়েছে এই ছবিগুলি। ছবিগুলি এই নিখুঁত যে একনজরে বোঝার উপায় নেই।