এএফসি কাপের জন্য কতটা প্রস্তুত এটিকে মোহনবাগান, কী জানালেন জুয়ান ফেরান্দো

Published : Apr 07, 2022, 05:37 PM ISTUpdated : Apr 07, 2022, 05:40 PM IST
এএফসি কাপের জন্য কতটা প্রস্তুত এটিকে মোহনবাগান, কী জানালেন জুয়ান ফেরান্দো

সংক্ষিপ্ত

এএফসি কাপ (AFC Cup) অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শ্রীলঙ্কার ক্লাবের বিরুদ্ধে নামার আগে চলছে জোর কদমে অনুশীলন। দলের ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী বাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)।  

আইএসএলে শেষ চারে উঠে বিদায় নিতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেডের। তবে সেই ব্যর্থতাকে অতীত করে এটিকে মোহনবাগান কোচের এখন পাখির তোখ এএফসি কাপে দলের সাফল্য়। সেই লক্ষ্য়ে অনুশীলনও শুরু করিয়ে দিয়েছেন রয় কৃষ্ণা, হুগো বুমোস, জনি কাওকোদের হেড স্যার। এএফসি কাপের প্রাক-কোয়ালিফাইং ম্যাচে এটিকে মোহনবাগানকে খেলতে হবে শ্রীলঙ্কান ক্লাব ব্লু স্টার এসসির বিপক্ষে। বিপক্ষে শক্তি-দুর্বলতা অনুযায়ী দলকে অনুশীলন করাচ্ছেন সবুজ মেরুমের স্প্যানিশ কোচ। জয় ছাড়া কিছু ভাবতে নারাজ তিনি।

তবে প্রতিপক্ষকে হাল্কাভাবে নিতে নারাজ এটিকে মোহনবাগান কোচ। ফেরানদো লক্ষ্য করেছেন যে শ্রীলঙ্কার দলের লম্বা পাস খেলার প্রবণতা রয়েছে এবং খেলার মোড় ঘোরানোর জন্য ডান দিক থেকে বাম দিকে বল পাঠানোর কৌশলও অনুসরণ করে। জুয়ান ফেরান্দো বলেছেন, "শ্রীলঙ্কার ব্লু স্টারকে খাটো করে দেখার কোনো কারণ নেই। দলের পাসিং খুবই ভালো। মাঝে মাঝে দল প্রেসিং ফুটবল খেলে। কিছুক্ষণ ধীর গতির ফুটবল খেলার পর, দল হঠাৎ আক্রমণ শুরু করে। আর তাতেই গোলের সম্ভাবনা তৈরি হয়। আমাদের সতর্ক থাকতে হবে। ম্য়াচের ৯০ মিনিটের মধ্যেই খেলার ভাগ্য নির্ধারণ করতে হবে। শেষ দশ মিনিটে ব্লু স্টার খুব একটা ভালো খেলতে পারে না বলে অনেকেই বলে থাকে। এই কারণে অনেকে মনে করে যে দলটি খুব বেশি ভালো নয়। আমি এটা মানতে রাজি নই। দুই গোলের পর, তারা সম্ভবত পরবর্তী ম্যাচের কথা চিন্তা করে অতিরিক্ত শক্তি ক্ষয় করতে পছন্দ করে না। আমরা আমাদের রণনীতি অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবেই।"

এছাড়াও জুয়ান ফেরান্দো বলেছেন,"শ্রীলঙ্কার ক্লাব সবসময় চেষ্টা করে প্রতিপক্ষের মাথার উপর দিয়ে বল সাপ্লাই দিতে। তাদের সেন্টার-ব্যাক চামিরার খেলা অনেকটা আমাদের কার্ল ম্যাকহিউজের মতো। সে রক্ষণে ভালো এবং সঠিক পাস বাড়াতেও সক্ষম। মনে রাখবেন যে তাদের দেশের অন্যতম সেরা ক্লাব খেলতে আসছে এবং আমাদের সম্মানের সাথে খেলতে হবে। সেভাবেই আমরা প্রস্তুত হচ্ছি।" ক্লাবটির খেলার অন্য়ান্য ভিডিও দেখে কয়েক দিনেপ মধ্যেই দলের রণনীতি প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ছেলেরা অনুশীলনে সেরাটা দেওয়ার চেষ্টা করছে এবং জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন তিনি। দর্শকরা মাঠে খেলা দেখতে আসবে বলেও আশা প্রকাশ করেছেন সবুজ-মেরুণ কোচ।
 

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে