'আগামি ৬টি ম্যাচই আমাদের কাছে ফাইনাল', কেন এমন বললেন এটিকে মোহনবাগান কোচ

শনিবার আইএসএলে (iSL) এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)দল। 
 

শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে ৩-১ গোলে দুরন্ত জয় পেয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ১৪ ম্য়াচে ২৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে লিদগ টেবিলের দ্বিতীয় স্থানে। ২৯ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি (Hyderabad Fc)শীর্ষে থাকলেও তাদের থেকে ২ ম্য়াচ কম খেলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। ফলে লিগ টপার হওয়ারও সূবর্ণ সুযোগ থাকছে জুয়ান ফেরান্দোর দলে। শেষ ১০ ম্য়াচে অপরাজিত এটিকে মোহনবাগান দল। যার ফলে আত্মবিশ্বাসের লিস্টন কোলাসো, জনি কাউকো, টাংরি, প্রবীর দাস, মনবীর সিংরা। মঙ্গলবার আইএসলে এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। লিগ টেবিলের নীচের দিকে থাকলেও নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে দ্বিতীয় লেগে নামার আগে কী ভাবছেন সবুজ-মেরুণ কোচ, কী  তার লক্ষ্য, কী পরিকল্পনা ম্য়াচের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সব বিষয়ে মুখ খুললেন জুয়ান ফেরান্দো (Juan Ferrando)।

দলে চোট সমস্য়া, একাধিক প্রথম এগারোর ফুটবলার মাঠের বাইরে। তারপর যেভাবে ছেলেরা পারফর্ম করছে তাতে খুশি এটিকে মোহনবাগান কোচ। দলের  রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে পারার সন্তোষও রয়েছে বাগান কোচের। তবে এফসি গোয়া ম্য়াচে নামার আগে প্রতিপক্ষকে মোটেই হাল্কাভাবে নিতে নারাজ ফেরান্দো। প্রথম লেগে এফসি গোয়াকে কঠিন ম্য়াচে ২-১ গোলে হারিয়েছিল এটিকেএমবি। তবে দ্বিতীয় লেগের ম্য়াচ সম্পূর্ণ আলাদা বলছেন ফেরান্দো। গোয়া দলের প্লেয়ার নয়, পুরো দলের টোটাল ফুটবলকে সমীহ করছেন বগান কোচ। তবে গোয়ার বিরুদ্ধে তার দল য়ে পুরো ৩ পয়েন্ট ঘরে তোলার জন্য ঝাঁপাবে তা পরিষ্কার করে দিয়েছে  ফেরান্দো। একইসঙ্গে দল ক্লিন শিট করতে না পারা নিয়ে কোনও চিন্তা নেই বলেও জানিয়েছেন তিনি। ৩ পয়েন্ট পাওয়াটাই আসল ক্লিন শট নয়, জানিয়েছেন ফেরান্দো।

Latest Videos

আইপিএল ২০২২ মেগা নিলামের পর কেমন হল ১০টি দল, দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড

আরও পড়ুনঃআইপিএল ২০২২ মেগা নিলামে সবথেকে বেশি দামি ক্রিকেটার কারা, চিনে নিন তাদের

আরও পড়ুনঃশাহরুখ সন্তান আরিয়ান-সুহানাকেও মানালেন হার, নেট দুনিয়ায় ভাইরাল কে এই সুন্দরী

তবে গোয়া ম্য়াচ জিতলেও এখনও যে তাক দলের প্রথম চারে জায়গা পুরোপুরি পাকা হয়ে যাবে তা মানতে নারাজ জুয়ান ফেরান্দো। কারণ একটু এদিক ওদিক হলে লিগ টেবিল যেই জায়গায় রয়েছে সেখানে প্রথম সাতে থাকে যেকোনও দল শেষ চারে জায়গা পেতে পারে। তাই আগামি ৬টি ম্য়াচকেই ফাইনালের মত বলে জানিয়েছেন এটিকে মোহনবাগান কোচ। তবে দলের চোট সমস্য়া একটু হলেও চিন্তায় রেখেছে বাগান শিবিরকে। হুগো বুমোস, রয় কৃষ্ণারা মাঠের  বাইরে। হাল্কা তবে সেসব নিয়ে বা ভেবে দলকে গোয়া ম্য়াচের জন্য তৈরি করেছেন বলে জানিয়েছেন ফেরান্দো। একইসঙ্গে আগামি ২০ দিনে ৬টা ম্য়াচ খেলতে হবে এটিকে মোহনবাগানকে। যা প্লেয়ারদের চোট আঘাত জনিত সমস্য়া বাড়াতে পারে বলেই মত ফেরান্দোর। তবে পরিস্থিতি যাই হোক জয়ের বিষে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান। 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh