কোন অঙ্কে আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে পারবে এটিকে মোহনবাগান, জানুন বিস্তারিত

আজ আইএসএলে (ISL) মুখোমুখি এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (ATK Mohun Bagan vs Jamshedpur FC)। সেমি ফাইনালের (Semi Final) টিকিট পাকা করে ফেলেছে দুই দল। আজকের ম্য়াচ নির্ধারিত করবে কাররা হবে আইএসএল লিগ শিল্ড চ্য়াম্পিয়ন (ISL League Shield Champion)। 
 

আজ আইএসএলে (ISL) মেগা ফাইটে মাঠে নামছে এটিকে মোহনাগান  ও জামশেদপুর এফসি (ATK Mohun Bagan vs Jamshedpur FC)। দুই দলই ইতিমধ্যেই সেমি ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। কিন্তু তারপরও এই ম্য়াচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। কারণ একটাই এই ম্য়াচ ভাগ্য নির্ধারণ করবে কোন দলের মাথায় উঠবে লিগ শিল্ড চ্যাম্পিয়নের (ISL League Shield Champion) মুকুট।  মরসুমের প্রথম থেকেই দুরন্ত ছন্দে রয়েছে জামশেদপুর এফসি। অপরদিকে, প্রথম দিকে কিছুটা ছন্দ হারালেও নতুন কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)কোচিংয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এটিকে মোহনবাগান। একইসঙ্গে এই ম্য়াচে রয় কৃষ্ণা বনাম ড্যানিয়েল চিমার মেগা ডুয়েল দেখার অপেক্ষাতেও রয়েছে ফুটবল প্রেমিরা।  সেমির টিকিট পাক হলেও এইই ম্য়াচের আগে তা নিয়ে কেউ ভাবছে না। দুই দলেরই লক্ষ্য লিগ টেবিলের শীর্ষে শেষ করা।

Latest Videos

যদিও এই ম্য়াচে আগে কিছুটা বালো জায়গায় রয়েছে এটিকে মোহনবাগান। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে জামশেদপুর এফসি। আর ২৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তিনে রয়েছে এটিকে মোহনবাগান। এছাড়া প্রথম পর্বের সাক্ষাতে জামশেদপুরের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল জুয়ান ফেরান্দোর দলকে। ফলে লড়াইটা যথেষ্ট কঠিন সবুজ-মেরুণ ব্রিগেডের। জুয়ান ফেরান্দোর দলের প্রথম লক্ষ্য  ন্যূনতম দু’গোলে জিততেই হবে। কারণ, প্রথম পর্বে জামশেদপুরের কাছে ১-২ গোলে হারটাই কাঁটা বিছিয়ে দিয়েছে মোহনবাগানের পথে। চিমাদের অবশ্য এক পয়েন্ট পেলেই চলবে। এমনকি এক গোলের ব্যবধানে হারলেও জামশেদপুরের লিগ-শিল্ডে চ্যাম্পিয়ন হওয়া আটকাবে না। সুতরাং অনেকটা বেশি চাপ নিয়েই নামতে হবে সবুজ-মেরুণ ব্রিগেডকে।

 

 

মেগা ম্য়াচের আগে বরাবরের মত প্রতিপক্ষকে সমীহ করছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। চিমার বিধ্বংসী ফর্ম চিন্তায় রেখেছছে বাগান কোচকে। এসসি ইস্টবেঙ্গলের চিমা ও জামশেদপুরের চিমার মধ্যে অনেক তফাৎ মানছেন ফেরান্দো। তিনি বলেছেন,'জানুয়ারি মাস থেকে একেবারে অন্য চিমাকে দেখছি। দারুণ বুদ্ধিমান ফুটবলার। প্রচুর গোল করছে। তা ছাড়া ওদের পিটার হার্টলি, গ্রেগ স্টুয়ার্টও অসাধারণ। জামশেদপুর দারুণ শক্তিশালী ও ভারসাম্যযুক্ত দল।' তবে তার দল যে ২-০ গোলে ব্য়বধানে জয়ের লক্ষ্য নিয়েউ নামবে তা জানিয়েছেন জুয়ান ফেরান্দো। বলেছেন,'এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আগেও হয়েছিলাম। ২০১৪ সালে ইউরোপা লিগে যোগ্যতা অর্জনের জন্য প্লে-অফে আমাদের ২-০ গোলে জিততেই হত। আমরা সেটাই করেছিলাম। একই ভাবে ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচে অন্তত ৫-০ গোলে জিততে হত। আমরা জিতেও ছিলাম। এবার এটিকে মোহনবাগানের হয়ে সেটা করাই লক্ষ্য।'

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন