
ডার্বিতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতে মাঠ ছেড়েছিল এটিকে মোহনবাগান। সৌজন্য কিয়ান নাসিরির দুরন্ত হ্যাটট্রিক। সেই জয়ের পর বৃহস্পতিবার ফের মাঠে নামছে জুয়ান ফেরান্দোর দল। প্রতিপক্ষ আইএসএলে সবুজ-মেরুণের শক্ত গাঁট মুম্বই সিটি এফসি। কারণ আইএসএলে গত মরসুমে ফাইনাল সহ ৩ সাক্ষাতেই হারের মুখ দেখতে হয়ছিল এটিকে মোহনবাগানকে। এই মরসুমের প্রথম ম্য়াচেও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হজম করতে হয়েছিল ৫ গোল। ফলে ডার্বি জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও মুম্বই ম্য়াচের আগে সাবধানী হুগো বুমোস, লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামসরা। তবে প্রথম পর্বের ম্য়াচের থেকে বর্তমানে মুম্বই সিটি দলের পরিস্থিতি একেবারে আলাদা। প্রথম স্থান থেকে নামতে নামতে সাত নম্বরে নেমে এসেছে মুম্বই। খারাপর সময় কিছুতেই কাটছে না বেকিংহামের দলের। তবে সেই সব কিছু নিয়ে না ভেবে নিজের দলের পারফৎম্যান্স ধরে ও ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম চারে জায়গা আরও পাকা করাই লক্ষ্য জুয়ান ফেরান্দোর দলের।
বড় ম্য়াচের আগে দলের প্রতিটি প্লেয়ারের যে খামতিগুলি নোট করেছেন ফেরান্দো সেগুলি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। ফুটবলারদের টেকনিক্যালি ঠিক রাখার পাশাপাশি মানসিক ভাবে ঠিক জায়গায় রাখতে চাইছেন সবুজ-মেরুণের স্প্যানিশ কোচ। তবে তার লক্ষ্য যে ৩ পয়েন্ট, তা সাফ জানিয়েছেন ফেরান্দো। তিনি বলেছেন, 'প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য আলাদা। ডার্বির সঙ্গে মুম্বই সিটি এফসির ম্যাচের কোনও সম্পর্ক নেই। সমস্যাটা অন্য জায়গায়। কোয়ারেন্টাইনে থাকার জন্য ফুটবলারদের বেশ কিছুদিন খেলার বাইরে থাকতে হয়েছে। ফলে মানসিক, শারীরিক দু’ভাবেই আমরা কিছুটা সমস্যায় পড়েছি।আমি পুরো সিকোয়েন্সটা দেখছি। শুধু তিন পয়েন্টটাই পেতে চাই। তাতে মুম্বইকে প্রথম ম্যাচে হারালাম কি না, সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়।'
একইসঙ্গে ডার্বিতে হ্যাটট্রিক করার পর মুম্বইয়ের বিরুদ্ধে ম্য়াচে কিয়ান নাসিরি খেলবেন কিনা সেই বিষয়ে জানার কৌতুহল ছিল সকলের। তবে কিয়ানের প্রথম একাদশে বা পরিবর্ত হিসেবে নামার বিষয়ে সরাসররি কোনও মুখ খোলেননি ফেরান্দো। তিনি বলেছেন,'ও খুব পরিশ্রমী ছেলে। ওর জন্য আমি খুব খুশি। জায়গা নিয়ন্ত্রণ ও ফিনিশিং — দুটো ব্যাপারেই ও খুব ভাল। ওর পাসের টাইমিংও খুব ভাল। এটাই হওয়া উচিত। প্রতি ম্যাচে ও উন্নতি করবে। যে কোনও দল ও কোচের পক্ষে এ রকম খেলোয়াড় দরকার। তবে ওকে সময় দিতে হবে আরও উন্নতি করার।' সুযোগ পেলে নিজেরে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত কিয়ান সেই কথাও জানিয়েছেন। তবে মুম্বই ম্য়াচে এটিকে মোহনবাগানে একমাত্র লক্ষ্য মুম্বই গাঁট ভেঙে ৩ পয়েন্ট ঘরে তোলা।