মরশুমে ঘুড়ে দাঁড়াতে আজ নাপোলির বিরুদ্ধে জয়ই লক্ষ মেসিদের

  • আজ রাতে মুখোমুখি বার্সেলোনা ও নাপোলি
  • ক্যাম্প ন্যু তে নামছে দুই পক্ষ
  • প্রথম পর্বের খেলা ড্র হয়েছিল ১-১ গোলে
  • আজকে জিততে বার্সার প্রধান ভরসা সেই মেসি

Reetabrata Deb | Published : Aug 8, 2020 11:13 AM IST

আজ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামবে কিকে সেটিয়েনের বার্সেলোনা ও জেনারো গ‍্যাটুসোর নাপোলি। প্রথম পর্বের খেলায় নাপোলির ঘরের মাঠে ড্র করায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে মেসি, সুয়ারেজরা। বার্সেলোনার মাঠ ক্যাম্পে ন্যু-তে প্রতিযোগিতার শেষ ষোলোর ফিরতি পর্বের শুরু হবে শনিবার ভারতীয় সময় দিবাগত রাত সাড়ে বারোটায়।

আরও পড়ুনঃভয়ঙ্কর বিপদে মোর্তাজার গোটা পরিবার, সাংসদের বাড়ি লকডাউন করল প্রশাসন

নাপোলির মাঠে ফেব্রুয়ারি মাসে প্রথম পর্বের ম্যাচটি শেষ হয়েছিল ১-১ গোলে। ড্রায়াস মার্টিন্সের গোলে আয়োজকরা এগিয়ে যাওয়ার পর বার্সাকে সমতায় ফিরিয়েছিলেন আন্তোনিও গ্রিজমান। গ্রিজমানের ওই অ্যাওয়ে গোলের দৌলতেই সুবিধাজনক জায়গায় বার্সেলোনা। আজ ফিরতি পর্ব গোলশূন্যভাবে শেষ হলেও অ্যাওয়ে গোলের দৌলতে শেষ আটে জায়গা করে নেবেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা।

আরও পড়ুনঃফের ব্যাট হাতে ধোনি, রাঁচিতে শুরু করলেন অনুশীলন

আরও পড়ুনঃকোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা, আহতদের দ্রুত সুস্থতা কামনা সচিন-বিরাট-রোহিতদের

চলতি মরশুমে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ লা লিগার শিরোপা হারাতে হয়েছে বার্সেলোনা-কে। কোপা দেল রে থেকেও ছিটকে গিয়েছেন তারা অনেক আগেই। তাই এইবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে মুখিয়ে আছে তারা। অন্যদিকে, ইতালিয়ান সিরি আতে সপ্তম হওয়ায় আগামী মরশুমে ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলির জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি গ‍্যাটুসোর দল। পরের বার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে নাপোলিকে প্রতিযোগিতাটি জিততে হবে। যদিও তা একেবারেই অসম্ভবের সামিল। বার্সা শেষ তিন বছরে নিজেদের ঘরে কোনও ম্যাচ হারেনি। তাই আজকের ম্যাচে জয় পাওয়াই অত্যন্ত কঠিন নাপোলির কাছে।

Share this article
click me!