আজ পূর্ণশক্তির বায়ার্নের মুখোমুখি রুডি গার্সিয়ার লিওন

Published : Aug 19, 2020, 01:58 PM IST
আজ পূর্ণশক্তির বায়ার্নের মুখোমুখি রুডি গার্সিয়ার লিওন

সংক্ষিপ্ত

আজ রাত অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমি ফাইনাল মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ এবং অলিম্পিক লিওন কোয়ার্টারে বার্সাকে গুঁড়িয়ে চনমনে মেজাজে বায়ার্ন ম্যানচেস্টার সিটির ম্যাচের পর আজও অঘটনের লক্ষ্যে লিওন

ইতিমধ্যেই লেপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গিয়েছে নেইমারদের প্যারিস সেন্ট জার্মেইন। আজ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আবার গোটা বিশ্ব দেখবে জার্মান বনাম ফ্রেঞ্চ ফুটবলের লড়াই। সদ্য সমাপ্ত বুন্দেশলিগা বিজয়ী বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রুডি গার্সিয়ার অলিম্পিক লিওন। খাতায় কলমে অনেকটা পিছিয়ে থাকলেও মহা অনিশ্চয়তার খেলা ফুটবলে যা কিছুই হতে পারে। এই কথা আবারও মনে করিয়ে দিয়েছেন লিওন কোচ রুডি গার্সিয়া। তার মতে বায়ার্ন দুর্দান্ত সন্দেহ নেই, কিন্তু কোনও দলই সম্পুর্ন নিখুঁত নয়। 

আরও পড়ুনঃদুর্দান্ত দি মারিয়া, লেপজিগ-কে তিন গোলে হারিয়ে ফাইনালে পিএসজি

অপরদিকে কোয়ার্টার ফাইনালে মেসির বার্সেলোনা-কে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছে বায়ার্ন মিউনিখ। মুলার, পেরিসিচ, লিয়নডস্কি, কুটিনহো সকলেই গোল পেয়েছেন। তাই বেশ খানিকটা ফুরফুরে মেজাজে রয়েছেন। টমাস মুলার অনেকদিন আগেই জানিয়ে দিয়েছেন যে তারা সামনে  কে রয়েছে তার পরোয়া করেন না। তারা তাদের স্বাভাবিক আগ্রাসী খেলাই খেলবেন। আর প্রত্যেকেই জানে বায়ার্ন যদি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারে তাহলে প্রতিপক্ষের কাছে জয়ের আশা স্বপ্নে পরিণত হতে সময় লাগবে না। তাই অন্য কিছু না ভেবে নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক খেলা খেলতেই ফুটবলারদের পরামর্শ দিয়েছেন বায়ার্ন কোচ হ‍্যান্সি ফ্লিক।

আরও পড়ুনঃআইপিএলের নয়া টাইটেল স্পনসরেরও নাকি রয়েছে চিনা যোগ, অস্বস্তিতে বিসিসিআই

আরও পড়ুনঃধোনির পর অ্যারন ফিঞ্চ, অবসরের নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন অসি অধিনায়ক

অপরদিকে লিওনের প্রতিযোগিতায় এতদূর আসাটাই তাদের বিরাট বড় কৃতিত্ব মনে করছে ফুটবল মহল। যেভাবে প্রথমে শেষ ষোলোর খেলায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসকে অ্যাওয়ে গোলের সুবাদে এবং কোয়ার্টারে ম্যানচেস্টার সিটি-কে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল অবধি পৌঁছেছে তারা তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আজ আরও একবার অঘটন ঘটিয়ে ফাইনালের টিকিট পেতে মরিয়া মেমফিস দিপাই-রা। যদি না-ও জিততে পারেন তারা আজ, তাও তাদের লড়াইয়ের কথা সকল ফুটবলপ্রেমীরা মনে রাখবেন। 

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?