তৈরি হতে পারে স্বপ্নের দল, একই ক্লাবে খেলতে পারেন মেসি-রোনাল্ডো-নেইমার

আগামি মরসুমে স্বপ্নের দল তৈরী হওয়ার  জল্পনা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড  (Manchester United) ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যোগ দিতে পারেন পিএসজিতে (PSG)। ফলে একসঙ্গে খেলতে পারেন রোনাল্ডো ও মেসি (Messi)।
 

বর্তমানে একই দলে খেলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi), নেইমার  জুনিয়র (Neymar Junior) ও কিলিয়ান এমব্য়াপে (Kylian Mbappe)। ভাবুন তো এই ত্রয়ীর সঙ্গে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নামটে যুক্ত হয় তাহলে সেই দলের আক্রমণ বিভাগ সর্বকালের সেরাদের মধ্যে আসতে বাধ্য। সব কিছু যদিও ঠিকঠাক চলে তাহলে আগামি মরসুমে ফরাসী ক্লাব পিএসজিতে (PSG) একসঙ্গে খেলতে দেখা যেতে পারে ফুটবল বিশ্বের দুই চির প্রতীদ্বন্দ্বী  তথা দুই সেরা মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সঙ্গে তো রয়েইছে এমব্য়াপে-নেইমাররা।  ফলে যে স্বপ্নের দলের কথা বারবার বলে এসেছেন পিএসজি কর্তারা তা আগামি মরসুমে সফল হলেও হতে পারে। যেই খবর প্রকাশ্যে আসার পর নানা জল্পনা-কল্পনা-আলোচনা শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বে। 

জুভেন্তাস থেকে শেষ মুহূর্তে চমক দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। কিন্তু এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি পর্তুগীজ মহাতারকা। শোনা যাচ্ছে ম্য়ান ইউ কর্তাদের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে। তার মধ্যে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে রোনাল্ডোকে না খেলানোয় জল্পনা আরও জোরদার হয়েছে। ম্যান ইউ কোচ পরে জানান চোটের জন্য খেলতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  কিন্তু পরে ‘দ্য অ্যাথলেটিক’ পত্রিকায় জানা যায়, ম্যাঞ্চেস্টার ডার্বির আগেই নাকি তিনি পর্তুগাল উড়ে যান। যা ম্যান ইউর কাছেও অজানা ছিল। বিতর্ক আরও উসকে যায় সিআর সেভেনের বোনের একটি মন্তব্যে। তিনি নাকি জানান, রোনাল্ডো আহতও নন, অসুস্থও নন। তিনি ১০০ শতাংশ ফিট। তারপরও কেন খেললেন না রোনাল্ডো যা একাধিক প্রশ্ন উঠছে।

Latest Videos

সূত্রের খবর ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডে তার প্রত্যাবর্তন খুব একটা সুখের হয়নি। আগের মত সম্পর্কটাও নেই। তাই নাকি আগামি মরসুমেই দল পরিবর্তন করার কথা ভাবছেন পর্তুগীজ তারকা ফুটবলার। প্রথমে শোনা গিয়েছিল পুরোনো ক্লাব জুভেন্তাসেই যোগ দিতে পারেন তিনি। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন রোনাল্ডো ঘনিষ্ঠ্য। শোনা যাচ্ছেন আগামি মরসুমে পিএসজিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে আগামি মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিএসজিতে যোগ দেওয়ার একটা জোর জল্পনা তৈরি হয়েছে।  মেসি-নেইমার-রোলান্ডোকে নিয়ে স্বপ্নের দল তৈরি করার ইচ্ছের কথা আগেও বলেছে পিএসতি কর্তারা। ফলে আগামি মরসুমে পিএসজিতে স্বপ্নের অ্য়াটাকিং লাইন তৈরি হয় কিনা সেটাই দেখার। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M