ম্যান ইউ ছেড়ে চেলসিতে যাচ্ছেন রোনাল্ডো!

Published : Oct 24, 2022, 05:29 PM IST
ম্যান ইউ ছেড়ে চেলসিতে যাচ্ছেন রোনাল্ডো!

সংক্ষিপ্ত

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলবদল নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। নতুন ট্রান্সফার ইউন্ডো যত এগিয়ে আসছে, এই জল্পনা তত বাড়ছে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দ্বিতীয়বার যোগ দেওয়ার পর থেকে সময়টা ভাল যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইংল্যান্ডের এই ক্লাব থেকেই তাঁর উত্থান। সারা বিশ্ব তাঁকে চিনেছে। ম্যান ইউয়ের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ সহ বহু প্রতিযোগিতা জিতেছেন রোনাল্ডো। তারপর তিনি যোগ দেন স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদে। সেখানেও অসাধারণ সাফল্য পান। সমস্যা শুরু হয় স্পেন ছেড়ে ইতালিতে যাওয়ার পর থেকে। জুভেন্তাসে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি “সি আর সেভেন”। তিনি ফিরে আসেন পুরনো ডেরা ওল্ড ট্র্যাফোর্ডে। কিন্তু সেখানেও সাফল্য পাচ্ছেন না। ম্যান ইউ এখন আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলে না। কারণ, ইউরোপের সেরা এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করতে হলে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম চারটি দলের মধ্যে থাকতে হয়। রোনাল্ডো যখন প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে আসেন, তখন তাঁর দল নিয়মিত সাফল্য পেত। কিন্তু গত কয়েক বছরে সাফল্য অধরা ম্যান ইউয়ের। ফলে পিছিয়ে পড়েছে দল। এখন ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগে খেলে ম্যান ইউ। এই প্রতিযোগিতায় খেলা রোনাল্ডোর মতো ফুটবলারের কাছে অবনমনের সামিল। শোনা যাচ্ছে, সেই কারণেই তিনি এমন একটি দলে যোগ দিতে চাইছেন, যারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলে। 


ইংল্যান্ডের ফুটবল মহলে শোনা যাচ্ছে, জানুয়ারিতে নতুন ট্রান্সফার উইন্ডো চালু হলে রোনাল্ডোকে দলে নিতে পারে চেলসি। এর আগেও চেলসির কর্ণধার টড বোহলি স্ট্যামফোর্ড ব্রিজে রোনাল্ডোকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই সময় চেলসির ম্যানেজার টমাস টাচেল এই প্রস্তাবে রাজি হননি। রোনাল্ডোর বদলে তিনি রাহিম স্টার্লিং ও পিয়ের-এমেরিক উবামেয়াংকে দলে নেন। এখন চেলসির ম্যানেজার বদল হয়েছে। তাই বোহলি নতুন করে রোনাল্ডোকে দলে নেওয়ার চেষ্টা শুরু করেছেন। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, জানুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রিজে রোনাল্ডোকে দেখা যেতেই পারে।


ম্যান ইউ ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে সম্প্রতি ঝামেলায় জড়িয়েছেন রোনাল্ডো। গত বুধবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে রোনাল্ডোকে পরিবর্ত হিসেবে মাঠে নামতে বলেন ম্যান ইউ ম্যানেজার। কিন্তু ম্যাচের শেষদিকে নামতে অস্বীকার করেন রোনাল্ডো। খেলা শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনার পর অবশ্য সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন রোনাল্ডো। কিন্তু শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে শনিবার চেলসির বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোকে দলে রাখেননি ম্যান ইউ ম্যানেজার। এই ঘটনায় রোনাল্ডোর ক্লাব ছাড়ার জল্পনা বেড়েছে।

আরও পড়ুন-

আগামিতে ‘ফেলুদা’য় জুটি টোটা-জর্ডন? ‘নতুন ফেলুদা এলে দর্শক সমৃদ্ধ হবেন’, দাবি অভিনেতার 

 

অ্যানির মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া জগৎ, বাগান সমর্থকের শেষকৃত্যে এগিয়ে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানস ক্লাব 

 

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে সংঘর্ষে মৃত্যের সংখ্যা বেড়ে ১৭৪, ফুটবল বিশ্বের 'কালো দিন' বলল ফিফা

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে