আজ মাঠে ফিরছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,অপেক্ষায় ফুটবল বিশ্ব

  • ১০০ দিন পর আজল কড়া নিরাপত্তায় ফুটবল ফিরছে ইতালিতে
  • কোপা ইটালিয়ার সেমি ফাইনালে মুখোমুখি জুভেন্টাস ও এসি মিলান
  • এই ম্যাচেই ফের ফুটবল পায়ে মাঠে নামতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • প্রিয় তারকার খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপপেক্ষা করছে ফুটবল বিশ্ব
     

অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে বিশ্ব জুড়ে ফুটবল প্রেমীদের। শুক্রবার মধ্যরাতে মাঠে নামতে চলেছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোপা ইটিলিয়ার সেমি ফাইনালের দ্বিতীয় পর্বের খেলা দিয়েই ইতালিতে করোনা বা লকডাউন পরবর্তী সময়ে ফিরতে চলেছে ফুটবল। এসি মিলানের বিরুদ্ধে আজ মাঠে নামছে জুভেন্টাস। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করছে ফুটবল বিস্বে। গোটা পৃথিবী জুড়ে কোটি কোটি রোনাল্ডো ভক্তকরা অপেক্ষা করে রয়েছেন বল পায়ে প্রিয় তারকাকে মাঠে দেখার। 

আরও পড়ুনঃশতবর্ষে অভিনব উদ্যোগ ইষ্টবেঙ্গলের,সমর্থকদের জন্য স্য়ানিটাইজার আনছে ক্লাব

Latest Videos

গত ৯ মার্চ করোনা ভাইরাসের কারণে ফুটবল বন্ধ হয়েছিল ইতালিতে। ঠিক ১০০ দিন পরে ইটালিতে ফুটবল শুরু হবে জুভেন্টাস-এসি মিলান ম্যাচ দিয়ে। তুরিনে ইটালিয়ান কাপ সেমিফাইনালে জুভেন্টাসের সেরা তাস যথারীতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু’দলের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। জুভেন্টাস শেষরক্ষা করে রোনাল্ডোর পেনাল্টিতে। অবশ্য চোট থাকায় শুক্রবার জ্লাটন ইব্রাহিমোভিচকে পাচ্ছে না এসি মিলান। যার ফলে জুভেন্টাস ম্যাচে কিছুটা এগিয়ে শুরু করবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। দীর্ঘ দিন পর ফুটবল ফেরায় এই সেমিফাইনাল ড্র হলে থাকছে না এক্সট্রা টাইম। সরাসরি হবে পেনাল্টি। টুর্নামেন্টের অপর সেমি পাইনালে শনিবার মুখোমুখি হতে চলেছে ইন্টার মিলান ও নাপোলি। ১৭ জুন হবে ফাইনাল।

আরও পড়ুনঃআইপিএলের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন ব্রিজেশ প্যাটেল

আরও পড়ুনঃমাঠে দুরন্ত কিন্তু বিছানায় একেবারেই ফ্লপ মেসি,আর্জেন্টাইন মডেলের অভিযোগে তোলপার হয়েছিল ফুটবল বিশ্ব

দীর্ঘ বিরতির পর করোনা আবহে ফুটবল ফেরায় কোনও রকম ঝুঁকি নিতে ইতালির ফুটবল ফেডারেশন। দর্শকশূন্য মাঠে হবে সব ম্য়াচ। প্লেয়ার, কো, সাপোর্টিং স্টাফ, নিরাপত্তা রক্ষী, হাতে গোনা কয়েক জন সাংবাদিক ছাড়া কাওকেই প্রবেশ করতে দেওয়া হবে না মাঠে। প্লেয়ারদের সুরক্ষার জন্যও থাকছে একাধিক ব্যবস্থা। প্লেয়ারদেরও মেনে চলতে হবে একাধিক নিয়ম। যদিও মাঠে যেতে না পারলেও, ঘরে বসেই টিভির পর্দায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবল দেখতে মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।

Share this article
click me!

Latest Videos

'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও
রবিবার ২৯ ডিসেম্বর এই রাশির ব্যক্তিদের বন্ধুত্ব প্রেমে পরিণত হবে, জেনে নিন আজকের রাশিফল
কবে থেকে অ্যাকশন শুরু Bangladesh-এর বিরুদ্ধে? খোলসা করলেন Suvendu Adhikari
কিভাবে বাংলাদেশী যুবক এদেশে...গ্রেফতার TMC কর্মী | Bangladeshi Arrest | Nadia News
খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও