বার্সায় যোগ দিলেন আগুয়ারো, মেসির সঙ্গে যুগলবন্দী নিয়ে রয়েছে সংশয়

  • ঘোষণা অনেক আগে থেকেই করে দিয়েছিলেন
  • মরসুম শেষেই ম্যান সিটি ছাড়লেন সার্জিও আগুয়ারো
  • তারক স্ট্রাইকার যোগ দিলেন নতুন ক্লাব এফসি বার্সোলোনায়
  • লিও মেসির সঙ্গে একসঙ্গে ক্লাব জার্সিতে খেলা নিয়ে রয়েছে জল্পনা
     

ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের ইতিহাসে সর্বাধিক ২৬০ গোল করার রেকর্ড তার ঝুলিতে। ইংল্যান্ডের ক্লাবে কাটিয়েছেন ১০ বছর। তবে এই মরসুম শেষে ক্লাব ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। জল্পনাও শোনা যাচ্ছিল দেশের জার্সিতে সতীর্থ মেসির ক্লাব বার্সিলোনায় যোগ দিতে চলেছেন আগুয়ারো। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বার্সায় যোগ দিলেন সদ্য প্রাক্তন ম্যান সিটি তারকা। নতুন ক্লাবে যোগ উচ্ছ্বসিত আগুয়াররো।

 

Latest Videos

 

 

 

এর আগেও স্পেনে খেলেছেন সার্জিও আগুয়ারো। ম্যান সিটিতে যোগ দেওয়ার আগে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলতেন তিনি। তবে এবার তার দল বার্সা। এদিন ক্লাবের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে আগুয়ারোর হাতে ক্লাবের জার্সি তুলে দেওয়া হয়।  ৯ নম্বর জার্সি তুলে দেওয়া হয় দলের নতুন তারকা। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর সোমবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনা আবহে খুব জাঁকজমক না হলেও, আগুয়ারোর জন্য একটি ছোট অনুষ্ঠানেরও আয়োজন করে বার্সা কর্তৃপক্ষ। 

 

 

 

 

তবে নতুন ক্লাবে মেসির সঙ্গে একসঙ্গে আগুয়ারোকে খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ মেসির বার্সা ছাড়া নিয়ে জল্পনা এখনও অব্যাহত। শোনা যাচ্ছে ফরাসী ক্লাব পিএসজিতে যোগ দিতে পারেন এল এম টেন। বার্সার নতুন চুক্তি এখনও সই করেননি লিও। যদিও তা সঙ্গে কথা বার্তা ইতিবাচক বলে জানা গিয়েছে ক্লাব সূত্রে। তবে মেসি ও আগুয়ারোর ভক্তরা মুখিয়ে রয়েছে দেশের জার্সির পাশাপাশি বার্সার জার্সিতেও দুই মহাতারকার যুগলবন্দী দেখার।


Share this article
click me!

Latest Videos

Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ