আরও একবার ইউরোপা লিগ জিততে মরিয়া সেভিয়া, ৯ বছরের ট্রফি খরা কাটাতে চায় ইন্টার

Published : Aug 21, 2020, 01:13 PM IST
আরও একবার ইউরোপা লিগ জিততে মরিয়া সেভিয়া, ৯ বছরের ট্রফি খরা কাটাতে চায় ইন্টার

সংক্ষিপ্ত

আজ অনুষ্ঠিত হচ্ছে ইউরোপা লিগ ফাইনাল মুখোমুখি সেভিয়া এবং ইন্টার মিলান আন্তর্জাতিক স্তরে নিজের প্রথম ট্রফি জিততে চান ইন্টার কোচ কন্তে সেভিয়াকে তাদের পয়া ট্রফি ফিরিয়ে দিতে মরিয়া লোপেতেগুই  

দীর্ঘদিন ধরে ট্রফির খরা চলছে ইন্টার মিলানে। একবিংশ শতাব্দীর প্রথম দশকে মোট ১২ টি ট্রফি জেতা ক্লাবটি দ্বিতীয় দশকে মাত্র ৪ টি ট্রফি জিতেছে। তাও তাদের শেষ ট্রফি কোপা ইতালিয়া তারা জিতেছিল ২০১১ সালে। তারপর থেকে দীর্ঘ ৯ বছর ধরে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনও ট্রফিই ঘরে তুলতে পারেনি ইন্টার। গত দশকের বেশিরভাগটাই জুড়ে ছিল তাদের ব্যর্থতার কাহিনী। কিন্তু এখন সেই ট্রফি খরা মেটানোর সুযোগ তারা পেতে চলেছে আজ রাত্রে। অ্যান্তোনিও কন্তের নতুন ইন্টার মিলান ঘরোয়া লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অল্পের জন্য দ্বিতীয় স্থানে শেষ করেছে। ঘরোয়া লিগ অল্পের জন্য হাতছাড়া হলেও আজ রাত্রে ইউরোপা লিগ ফাইনাল জিতে দীর্ঘদিনের ট্রফির খরা কাটাতে মরিয়া তারা। এর আগে তিনবার ইউরোপা লিগ জিতেছে তারা। শেষবার তারা এই প্রতিযোগিতা জিতেছিল ১৯৯৭-৯৮ মরশুমে। 

আরও পড়ুনঃপ্রিমিয়ার লিগের সূচি প্রকাশিত, প্রথম ম্যাচেই মাঠে নামছে চ্যাম্পিয়ন লিভারপুল

অপরদিকে ঘরোয়া লিগে সাফল্য হাতে গোনা হলেও ইউরোপা লিগে সেভিয়ার সাফল্য রীতিমতো তাঁক লাগানো। ২০১৪ থেকে ২০১৬ অবধি টানা তিন বছর এই ট্রফি ঘরে তুলেছিল তারা। চার বছর পর আবার ফাইনালে উঠেছে তারা। জুলিয়েন লোপেতেগুই এর কোচিংয়ে দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে উঠেছে তারা। রিয়াল মাদ্রিদে নিজের ব্যর্থতার ইতিহাস মুছে ফেলে সেভিয়া-কে তাদের প্রিয় ট্রফি উপহার দিতে মরিয়া লোপেতেগুই। 

আরও পড়ুনঃশুরু কেকেআরের আইপিএল অভিযান,মরুদেশে পাড়ি দিল তিলোত্তমার প্রাণের দল

আরও পড়ুনঃপিপিই কিট পড়েই আইপিএল অভিযানে রাজস্থান রয়্যালস, আরব গেল উথাপ্পারা

চলতি মরশুমে ফর্মের বিচারে দেখলে হয়তো সামান্য এগিয়ে থাকবে সেভিয়া। লা-লিগায় তিন নম্বরে শেষ করেছে তারা। অপরদিকে ইতালিয়ান লিগে দুই নম্বরে শেষ করলেও ইন্টার মাঝেমধ্যেই ভুগছে ধারাবাহিকতার অভাবে। সেমিতে ম্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে আজ ফাইনালে উঠেছে সেভিয়া। অপরদিকে তাদের চেয়ে অনেকটাই দুর্বল শাখতার ডনেস্ক-কে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইন্টার। আজ শেষ লড়াইয়ে বাজি মারবে কে জানতে অপেক্ষা আর কিছুক্ষণের।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?