ISL Point Table: ডার্বির পর অব্য়াহত হোঁচট খাওয়ার ধারা, লিগ টেবিলে প্রথম চারের জায়গা হারাল এটিকে মোহনবাগান

মুম্বই সিটি এফসির (Mumbai City Fc) বিরুদ্ধে প্রথম জয় অধরা থেকেই গেল এটিকে মোহনবাগানের (Atk Mohun Bagan)।  ১-১ গোলে শেষ হয় বৃহস্পতিবারের খেলা। যার ফলে লিগ টেবিলর (League Table)পাঁচ নম্বরে রইল জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)দল। 

ডার্বি জয়ের পর হোঁচট খাওয়ার ধারা অব্যাহত রইল এটিকে মোহনবাগানের  (Atk Mohun Bagan)। একইসঙ্গে আইএসএলের (ISL) ইতিহাসে মুম্বই সিটি এফসির (Mumbai City Fc)বিরুদ্ধে প্রথম জয়ও অধরা থেকে গেল সবুজ-মেরুণ ব্রিগেডের। ১-১ গোলে ড্র করল জুয়ান ফেরান্দো  (Juan Ferrando)ও দেশ বাকিংহোমের দল। একই সঙ্গে লিগ টেবিলের প্রথম চারে জায়গাও  পাকা হল না এটিকে মোহনবাগানের। যদিও  মাচে ভাগ্য়ও  সাথ দেয়নি ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস, লিস্টন কোলাসোদের। কারণ ম্য়াচের শুরুতেই গোল করে  এগিয়ে গেলেও, আত্মঘাতি গোলের কারণেই ৩ পয়েন্টের বদলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়  এটিকে মোহনবাগানকে। যদিও  লিগে অন্য়ান্য দলের থেকে ২ ম্য়াচ কম খেলেছে জুয়ান ফেরান্দোর দল।

বৃহস্পতিবার ম্য়াচের শুরু থেকেই সাবধানী ফুটবল খেলে দুই দল। রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার চেষ্টা করে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। যদিও ম্য়াচের ৯ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় সবুজ-মেরুণ ব্রিগেড। ডেভিড উইলিয়ামসের গোলে লিড নেয় এটিকে মোহনবাগান। গোল হজম করার পর আক্রমণের মাত্রা বাড়া মুম্বই সিটি এফসি। সেই আক্রমণের চাপের জেরেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এটিকে মোহনবাগানের। ম্য়াচের ২৪ মিনিটে প্রীতম কোটালের আত্মঘাতী গোলে ম্য়াচে সমতায় ফেরে মুম্বই সিটি এফসি। এরপর দুই দল প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও আর গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য ঝাপায় সবুজ-মেরুণ ব্রিগেড। ম্য়াচে বল পজিশন থেকে গোলমুখী শট দুই  বেশি ছিল জুয়ান ফেরান্দোর দলের। কিন্তু শেষ পর্যন্ত আর গোলের দরজা খোলেনি। শেষের দিকে ডার্বির নায়ক কিয়ান নাসিরিকে নামিয়েও কোনও কাজ হয়নি।  শেষ পর্যন্ত ১-১ গোলে ম্য়াচ ড্র হয়। এর আগে আইএসএলে চারবারের সাক্ষাতে প্রতিবারই হারতে হয়েছিল। এবার ড্র হলেও জয় এখনও অধরাই থেকে গেল। 

Latest Videos

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ড্র করে প্রথম চারে জায়গা করে নিতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। তারা রয়েছে লিগ তালিকার ৫ নম্বরে। ১২ ম্য়াচে পয়েন্ট ২০। এসসি ইস্টবেঙ্গল আবার ১১ নম্বর জায়গা ছেড়ে এক ধাপ উপরে উঠেছে। তারা রয়েছে দশে। নর্থ ইস্ট আর এসসি ইস্টবেঙ্গলের পয়েন্ট ১০ হলেও, গোল পার্থক্য়ে এগিয়ে রয়েছে মারিও রিভেরার দল। লিগ টেবলের শীর্ষ স্থানের দখল রেখেছে হায়দরাবাদ এফসি। পয়েন্ট ১৪ ম্য়াচে ২৬। দুইয়ে রয়েছে জামশেদপুর এফসি। পয়েন্ট ১২ ম্য়াচে ২২। কেরালা ব্লাস্টার্স রয়েছে তিনে। পয়েন্ট ১২ ম্য়াচে ২০। আর দেরীতে ছন্দে ফিরেও বেঙ্গালুরু এফসি কিন্তু প্রথম চারে জায়গা করে নিয়েছে। ১৪ ম্য়াচে ২০। ফলে হাতে ২ ম্য়াচ বেশি থাকলেও লড়াই কিছুটা কঠিন হল এটিকে মোহনবাগানের। 

Share this article
click me!

Latest Videos

হিন্দুনেতা Chinmay Krishna Das-এর গ্রেফতারি, বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা Suvendu-র
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
‘ঠিক সময়ে না জাগলে Bangladesh-এর হিন্দুদের মতো অবস্থা হবে আমাদের’ সনাতনীদের বার্তা Sukanta-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar