প্রতিটি ম্য়াচ জেতাই লক্ষ্য, কেরালাকে সমীহ করলেও টার্গেট সেট সবুজ-মেরুণ কোচের

শনিবার আইএসএলের (ISL) গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স (ATK Mohun Bagan vs kerala Blasters)। লিগের সবকটি ম্য়াচ জেতাই লক্ষ্য বলে জানালেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)।
 

শেষ ল্য়াপে চলে এসেছে আইএসএলের  (ISL) লিগের লড়াই। এবার সবথেকে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League)। কারণ শেষ দুই দল ছাড়া প্রথম ৯ দলেরই শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। লিগ টেবিলের প্রথম ৫ দলের পয়েন্টের পার্থক্য মাত্র চার। সেমি ফাইনালের টিকিট পাকা করতে মরিয়া সব দল। এই পরিস্থিতিতে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে শনিবার মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স (ATK Mohun Bagan vs kerala Blasters)। এই ম্য়াচ জিততে পারলে একদিকে যেমন লিগ টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে সবুজ-মেরুন ব্রিগেডের। ঠিক তেমনই অপরদিকে, এটিকে মোহনবাগানকে ATK Mohun Bagan) হারাতে পারলে প্রথম চারে থাকার আরও প্রবল দাবিদায় হয়ে উঠবে কেরাল ব্লাস্টার্স। ফলে শনিবাসারীয় গোয়ায় রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা।

Latest Videos

লিগের শেষ ১১ ম্য়াচ অপরাজিত এটিকে মোহনবাগান। দলে চোট সমস্যা, কার্ড সমস্যা থাকলেও কেরালারল বিরদ্ধে কঠিন ম্য়াচে নামার আগে আত্মমবিশ্বাসী সবুজ-মেরুণ কোচ জুয়ান ফেরান্দো। তবে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। ম্য়াচে আগে সাংবাদিক বৈঠকে কেরালার প্লেয়ারদের প্রশংসও শোনা গেল বাগান কোচের গলায়। পেরেইরা, ভ্যাজকুয়েজ , লুনা, সিপেভিচ, সামাদদের প্রশংসা করেছেন তিনি। একইসঙ্গে গোয়া ম্য়াচ তার দল মাঝমাঠে যে ভালো ফুটবল খলেছে , বল ধরে খেলেছে, ক্লি শিট করতে পেরেছে, এই সব কিছু নিয়ে না ভেবে কেরালা বধের পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছেন বলে জানান জুয়ান ফেরান্দো। তবে কি পরিকল্পনা বা রণনীতি সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি। তবে প্রতিপক্ষতে কোনওভাবেই হাল্কাভাবে নিতে নারাজ এটিকে মোহনবাগান কোচ। 

আরও পড়ুনঃকবে আইএসএলের সেমি ফাইনাল ও মেগা ফাইনাল, সূচি প্রকাশ করল এফএসডিএল

আরও পড়ুনঃ'এমন উইঙ্গার বাংলার ফুটবলে আর আসবে না', সুরজিত সেনগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ 'ময়দান'

আরও পড়ুনঃসুরজিৎ সেনগুপ্তদের দাপটে ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগানের হার, প্রতিশোধ স্পৃহায় আত্মঘাতী হন এক সবুজ-মেরুন সমর্থক

লিগের শেষ কয়েকটি ম্য়াচ খুবই গুরুত্বপূর্ণষ নিজের দলকে চ্যাম্পিয়নশিপের কতটা দাবিদার মনে করেন সেই প্রশ্নে জবাবে জুয়ান ফেরান্দো বলেন,'লিগ জেতা প্রতিটি দলেরই লক্ষ্য। আমাদেরও তাই। তবে এখনও সেই বিষয়ে না ভেবে আমরা একটা একটা ম্য়াচ জয়কে লক্ষ্য করে এগোচ্ছি। শেষ প্রতিটি ম্য়াচ জেতার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। বর্তমানে কেরালা ম্য়াচ থেকে তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য আমাদের।' জনি কাউকো শেষ কয়েকটি ম্য়াচে যে ফুটবল খেলেছে তারও প্রশংসা করেন ফেরান্দো। হুগো বুমোস, কার্ল ম্য়াকহিউ, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা খুব দ্রুত চোট সারিয়ে দলে ফিরবেন  বলেও জানান তিনি। তবে লিস্টন কোলাসো সামান্য চোট পেয়েছেন। এই ম্য়াচে তিনি খেলবেন কিনা তা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জুয়ান ফেরান্দো। সব মিলিয়ে প্রতিপক্ষকে সমীহ করলেও, কেরালা ম্য়াচ জয়ের বিষয়ে ঐ আত্মিবিশ্বাস এটিকে মোহনবাগান কোচ।  
 

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal