লিগ টেবিলের তৃতীয় দল হিসেবে আইএসএল (ISL) সেমি ফাইনালে (Semi Final) জায়গা করে নিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। অপর তিন দল হল জামশেদপুর এফসি (Jamshedpur FC), হায়দরাবাদ এফসি (Hyderabad FC) ও কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। দেখে নিন সেমি ফাইনালের সূচি।
শেষ হয়েছে আইএসএলের (ISL) লিগ পর্বের খেলা। কোন চার দল সেমি ফাইনালে উঠবে তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। তবে এটিকে মোহনবাগান ও জাশেদপুর এফসির শেষ ম্য়াচের দিকে নজর ছিল সকলের। এই ম্য়াচেক উপই নির্ভর করছিল কোন দলের মাথায় উঠবে লিগ শিল্ড চ্যাম্পিয়নশিপ মুকুট। কিন্তু সেই ম্য়াচে ১-০ গোলে হেরে লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেডের। এণ ম্য়াচ শেষ হতেই পরিষ্কার হয়ে গিয়েছি লিগ টেবিলের অবস্থান ও সেমি ফাইনালের সূচি। ২০ ম্য়াচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে জামশেদদপুর (Jamshedpur FC)। লিগ শিল্ড চ্যাম্পিয়নও তারা। ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট দ্বিতীয় স্থানে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ২০ ম্য়াচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ২০ ম্য়াচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এক ঝলকে দেখে নিন আইএসএলের লিগ টেবিল।
১. জামশেদপুর এফসি: ম্যাচ-২০, জয়-১৩, ড্র-৪, হার-৩, পয়েন্ট-৪৩, গোল পার্থক্য: +২১
২. হায়দরাবাদ এফসি: ম্যাচ-২০, জয়-১১, ড্র-৫, হার-৪, পয়েন্ট-৩৮, গোল পার্থক্য: +২০
৩. এটিকে মোহনবাগান: ম্যাচ-২০, জয়-১০, ড্র-৭, হার-৩, পয়েন্ট-৩৭, গোল পার্থক্য: +১১
৪. কেরালা ব্লাস্টার্স এফসি: ম্যাচ-২০, জয়-৯, ড্র-৭, হার-৪, পয়েন্ট-৩৪, গোল পার্থক্য: +১০
৫. মুম্বই সিটি এফসি: ম্যাচ-২০, জয়-৯, ড্র-৪, হার-৭, পয়েন্ট-৩১, গোল পার্থক্য: +৫
৬. বেঙ্গালুরু এফসি: ম্যাচ-২০, জয়-৮, ড্র-৫, হার-৭, পয়েন্ট-২৯, গোল পার্থক্য: +৫
৭. ওড়িশা এফসি: ম্যাচ-২০, জয়-৬, ড্র-৫, হার-৯, পয়েন্ট-২৩, গোল পার্থক্য: -১২
৮. চেন্নাইয়িন এফসি: ম্যাচ-২০, জয়-৫, ড্র-৫, হার-১০, পয়েন্ট-২০, গোল পার্থক্য: -১৮
৯. এফসি গোয়া: ম্যাচ-২০, জয়-৪, ড্র-৭, হার-৯, পয়েন্ট-১৯, গোল পার্থক্য: -৬
১০. নর্থ-ইস্ট ইউনাইটেড: ম্যাচ-২০, জয়-৩, ড্র-৫, হার-১২, পয়েন্ট-১৪, গোল পার্থক্য: -১৮
১১. এসসি ইস্টবেঙ্গল: ম্যাচ-২০, জয়-১, ড্র-৮, হার-১১, পয়েন্ট-১১, গোল পার্থক্য: -১৮
বাংলার একটি দল এটিকে মোহনবাগান সেমি ফাইনালে জায়গা পাকা করতে পারলেও, অপর দল এসসি ইস্টবেঙ্গল পুরো মরসুম জুড়ে হতাশাজনক পারফরম্যান্স করেছে। গোটা মরসুমে ২০টি ম্য়াচ খেলে মাত্র একটি জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। ৮টি ম্য়াচ ড্র ও ১১টি ম্য়াচ হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। কোচ পরিবর্তন করেও ভাগ্য পরিবর্তন হয়নি লাল-হলুদের। ২০ ম্য়াচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে শেষ করেছে এসসি ইস্টবেঙ্গগল। সমর্থকদের মুখে হাসি না ফোটাতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন এসসি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা।
সোমবার লিগ পর্বের সব ম্যাচ শেষ হতেই পরিষ্কার হয়ে গিয়েছে সেমি ফাইনালে ক্রীড়া সূচিও। সেমি ফাইনালে লিগ টেবিলের শীর্ষে শেষ করা জামশেদপুর এফসি মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা কেরালা ব্লাস্টার্সের। অপরদিকে, তৃতীয় স্থানে শেষ করা এটিকে মোহনবাগান খেলবে দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসির। ১১ মার্চ ও ১৫ মার্চ হবে জামশেদপুর বনাম কেরালা ব্লাস্টার্স ম্য়াচ। পাশাপাশি ১২ মার্চ ও ১৬ মার্চ হবে এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসির সেমি ফাইনাল ম্যাচ। এক ঝলকে দেখে নিন সেমি ফাইনালের সূচি।
সেমিফাইনালের সূচি:
১১ মার্চ: জামশেদপুর বনাম কেরালা ব্লাস্টার্স- সন্ধ্যে ৭.৩০ (ফতোরদা স্টেডিয়াম, মারগাও)
১২ মার্চ: হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান- সন্ধ্যে ৭.৩০ (জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম, ব্যাম্বোলিম)
১৫ মার্চ: কেরালা ব্লাস্টার্স বনাম জামশেদপুর- সন্ধ্যে ৭.৩০ (তিলক ময়দান, ভাস্কো)
১৬ মার্চ: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি- সন্ধ্যে ৭.৩০ (জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম, ব্যাম্বোলিম)