আইএসএলে নতুন দল নেওয়ার জন্য বিড ওপেন করলো এফএসডিএল, স্বস্তির নিঃশ্বাস ইস্টবেঙ্গল ভক্তদের

  • আইএসএলে নতুন দলের জন্য বিড ওপেন এফএসডিএলের
  • ১৪ সেপ্টেম্বরের মধ্যে ইচ্ছুক প্রার্থীকে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
  • ইস্টবেঙ্গল ছাড়া অন্য কোনও দলের বিড তোলার সম্ভাবনা খুব কম
  • ইস্টবেঙ্গল স্পনসর ঘোষণা করার ২ দিনের মধ্যে বিড ওপেন করলো এফএসডিএল

 পরের মরশুমে এই মুহুর্তে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায় আইএসএলে নতুন কোনও দলের অংশগ্রহণের জন্য একটি বিড ওপেন করলো ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক সংস্থা 'ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড' বা সংক্ষেপে এফএসডিএল। এই মুহুর্তে আইএসএল দশ দল সমৃদ্ধ। ইনভেস্টর নিশ্চিত করার পর এই বিডকে কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল আইএসএলে পা রাখতে চলেছে। ফলে আসন্ন মরশুম থেকে আইএসএল হতে চলেছে ১১ দলের। 

আরও পড়ুনঃভালো খবর বার্সেলোনা ভক্তদের জন্য, আরও এক মরশুম ন্যু ক্যাম্পেই থাকতে পারেন মেসি

Latest Videos

আবেদন করতে পারে যা আইএসএলের সপ্তম মরশুম এবং ভারতীয় ফুটবলের ২০২০-২১ ক্রিয়া মরশুমে আয়োজিত হবে। নতুন দলের কাছে ছয়টি শহরের অপশন থাকছে আইএসেএলে অংশগ্রহণের জন্য। এই ছটি শহর হলো দিল্লি, লুধিয়ানা, আহমেদাবাদ, কলকাতা, শিলিগুড়ি এবং ভোপাল। 

আরও পড়ুনঃনিজের বোনকে বিয়ে করছেন এই খেলোয়ার,বাড়িতেই ১১ বছর ধরে ছিলেন প্রেমের সম্পর্কে

যে পক্ষ বিড করতে চায় তাকে বিডে উল্লেখিত সমস্ত শর্ত পূরণ করতে হবে তবেই আইএসএল খেলার সুযোগ পাবে। যদিও ইস্টবেঙ্গল ছাড়া অন্য কেউ বিড করবে বলে কোনও খবর নেই। ইস্টবেঙ্গলের স্পনসর পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে এই অফিসিয়াল ঘোষণা পুরো চিত্রটা পরিস্কার করে দেয়। ১৪ সেপ্টেম্বরের মধ্যে বিডিং প্রসেস সম্পূর্ণ করতে হবে তাদের। এরপর আইএসএলের সূচি প্রকাশ করতে হয়তো সেপ্টেম্বরের শেষ সপ্তাহ হয়ে যাবে। তারপর অক্টোবরের প্রথম দশ দিনের মধ্যে প্রি সিজন শুরু করবে ফ্রাঞ্চাইজিগুলি।

আরও পড়ুনঃএই ক্রিকেটাররা ভেঙেছিলেন তাদের বন্ধুর ঘর, বিয়ে করেছিলেন 'বউদিকে'

Share this article
click me!

Latest Videos

নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |