উয়েফা নেশসনস লিগে ঘুড়ে দাঁড়াল ইতালি, হাঙ্গেরিকে হারাল ২-১ গোলে

Published : Jun 08, 2022, 10:08 AM IST
উয়েফা নেশসনস লিগে ঘুড়ে দাঁড়াল ইতালি, হাঙ্গেরিকে হারাল ২-১ গোলে

সংক্ষিপ্ত

উয়েফা নেশনস লিগে (UEFA Nations League 2022) জয়ে ফিরল ইতালি। হাঙ্গেরিকে ২-১ গোলে হারাল রবের্তো মানচিনির দল (Italy beat Hungary)। এই জয়ের ফলে লিগ শীর্ষে উঠে হল ইতালি। 

উয়েফা নেশনস লিগে প্রথম ম্য়াচে জার্মানির বিরুদ্ধে আটকে গিয়েছিল ইতালি। ১-১ গোলে ড্র হয়েছিল ম্য়াচ। প্রতিোগিতার দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল রবের্তো মানচিনির দল। হাঙ্গেরির বিরুদ্ধে ২-১ গোলে জয় চারবারের বিশ্বজয়ীরা। অপরদিকে প্রথম ম্য়াচে ইংল্য়ান্ডকে হারিয়ে চমক দিলেও  দ্বিতীয় ম্যাচে কোচ মার্কো রসির হাঙ্গেরির পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। ম্যাচে ইতিলির হয়ে দুটি গোল করেন নিকোলো বারেল্লা ও লরেঞ্জো পেলিগ্রিনি। হাঙ্গেরির যে একটি গোল করেছে সেটিও ইতালির জিয়ানলুকা মানচিনির করা আত্মঘাতী গোল। এই ম্য়াচ জয়ের ফলে লিগ এ-র গ্রুপ থ্রি-তে ২ ম্যাচে একটি জয় ও একটি ড্রয়ের সৌজন্যে শীর্ষে উঠে এল রবের্তো মানচিনির দল। অপরদিকে ম্যাচ হারলেও দ্বিতীয় স্থানে রয়ে গেল হাঙ্গের।

এদিন ম্য়াচে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইতালির কোচ। আক্রমণাত্মক ফুটবল খেলে জয়ের লক্ষ্যেই দলের ছকে কিছুটা পরিবর্তন করেছিলেন মানচিনি। অপরদিকে ৩-৪-২-১  ফর্মেশনে দল সাজিয়েছিলেন হাঙ্গেরির কোচ। কিন্তু ম্যাচের প্রথম থেকেই এদিন অনেক বেশি সঙ্ঘবদ্ধ দেখায় ইতালিকে। মাঝমাঠের দখল নিয়ে বল পজিশন ধরে রেখে আক্রমণ করতে দেখা যায় বারেল্লা, পেলিগ্রিনি, পলিতানো, রাসপাডোরিরা। ছন্দে থাকায় প্রথম গোলের জন্যও বেশিক্ষণ প্রতীক্ষা করতে হয়নি ইতালিকে। ম্যাচের ২৫ মিনিটেই প্রথম গোলের মুখ খুলে ফলে রবের্তো মানচিনির দল। দলের হয়ে প্রথম গোল করে  বারেল্লা। প্রথম গোল করার পরও এদিন দমে যায়নি। ইতালি। অপরদিকে পাল্টা কয়েকবার কাউন্টার অ্যাটাকে ওঠে হাঙ্গেরিও। কয়েকটি গোলের সুযোগ পেলেও তারা কাজে লাগাতে পারেনি। ম্য়াচের প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করে ইতালি। দলের পক্ষে ব্যবধান ২-০ করে লরেঞ্জো  পেলিগ্রিনি। এরপর আর গোলের সুযোগ আসেনি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।

আরও পড়ুনঃযেমন বক্ষ তেমন নিতম্ব, ব্রাজিলিয়ান তারকার বোনের যৌবনের আগুনে পুড়ে ছারখার হবেন আপনিও

আরও পড়ুনঃসমুদ্র তটে বিকিনিতে সুপার সেক্সি লিওলেন মেসির স্ত্রী, দেখুন ভাইরাল ছবির অ্যালবাম

ম্য়াচের দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা স্লথ করে আজুরিরা। বল পজিশন নিজেদের কাছে রাখলেও ২ গোলের ব্যবধান ডিফেন্ড করাই প্রধান লক্ষ্য ছিল ইতালির। তবে সুযোগ পেলেই গতির সঙ্গে উপরে উঠে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করে। বেশ কয়েকটি সুযোগ তৈরিও করেছিল, কিন্তু কাজের কাজ হয়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়ায় হাঙ্গেরি। ম্যাচের ফেরার চেষ্টা করে মার্কো  রসির দল। বেশ কিছু সুযোগ তৈরি করেও। ম্যাচের ৬১ মিনিটে ইতালির জিয়ানলুকা মানচিনির ভুলে করা আত্মঘাতী গোলে ব্যাবধান ২-১ হয়। এরপর একাধিক চেষ্টা করলেও আর গোলের মুখ খুলতে পারেনি হাঙ্গেরি। শেষ পর্যন্ট ২-১ ব্যবধানেই ম্য়াচ জেতে ইতালি। প্রতিযোগিতায় জয়ে ফিরে খুশি রবের্তো মানচিনির ছেলেরা। 

PREV
click me!

Recommended Stories

Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?
Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির