ইউরো কাপে অব্যাহত ইতালির জয়ের ধারা। শেষ ষোলোর টিকিট আগেই পাকা হয়ে গিয়েছিল। এবার তিনে তিন ম্যাচ জিতে নিল রবের্তো মানচিনির দল। রবিবার রাতে ওয়েলসের বিরুদ্ধে ম্যাচে দলের একাধিক তারকাকে ছাড়া রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেন ইতালির কোচ। বেঞ্চে ছিলেন ইনসিগনে, ইমোবইল, লোকাতেল্লি, বারেল্লারা। তারপরও মানচিনির দলের জয় আটকায়নি। মাতেও পাসিনার একমাত্র করা গোলে ওয়েলসেক ১-০ গোলে হারায় ইতালি।
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের জন্য কড়া নিয়ম, বৈষম্যমূলক আচরণের অভিযোগ আইওএ-র
যদিও এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটব খেলে ইতালি। একের পর এক আক্রমণ গড়ে মানচিনির দলের অ্যাটাকিং লাইন। ম্যাচের ৩৯ মিনিটে দলকে গোল করে এগিয়ে দেন মাতেও পেসিনা। প্রথমার্ধের খেলা ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় যায় ইতালি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ওয়েলস আক্রমণের মাত্রা বাড়ালেও গোলের মুখ খোলতে পারেনি ওয়েলস। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইতালিও। কিন্তু শেষপর্যন্ত ১-০ গোলে ম্যাচ জেতে ইতালি। গ্রুপ লেগের ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় পৌছল ৪ বারের বিশ্বজয়ীরা।
আরও পড়ুনঃঅলিম্পিকে করোনা থাবা, আক্রান্ত উগান্ডার খেলোয়াড়ের প্রবেশ নিষিদ্ধ হল জাপানে
আরও পড়ুনঃবিকিনিতে 'আগুন' বুমরার স্ত্রী,দেখুন সুপার হট অ্যান্ড সেক্সি ছবির অ্যালবাম
অপরদিকে, গ্রুপ এ-এর অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর ওঠার লড়াই জমাল সুইৎজারল্যান্ড। সুইৎজারল্যান্ডের হয়ে ম্যাচে জোড়া গোল করে নায়ক সাকেরি। ম্যাচের ২৬ ও ৬৮ মিনিটে গোল করেন সাকেরি। যদিও ম্যাচের ৬ মিনিটে সেফেরোভিক প্রথম গোল করেন সুইৎজারল্যান্ডের হয়ে। ম্য়াচের ৬২ মিনিটে একটি গোল শোধ করেন তুরস্ক। এই ম্যাচ জয়ের ফলে গ্রুপ 'এ'-তে ৩ ম্যাচে ৪ পয়েন্টে রইল ওয়েলস, সুইৎজারল্যান্ড। যদিও গোল পার্থক্যে এগিয়ে থেকে শেষ ষোলোয় পৌছে গেল গ্যারেথ বেলরা।