ফের হার এসসি ইস্টবেঙ্গলের, ম্যাচ জিতে লিগ টেবিলের ততীয় স্থানে কেরালা

আইএসএলে (ISL) জয় অধরাই থেকে গেল এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছে ১-০ গোলে হার মারিও রিভেরার (Mario Rivera) দলের। এই ম্য়াচ জয়ের ফলে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এল কেরালা।
 

মরসুম শরু থেকে শেষের পথে। এখনও ছন্দে ফিরতে পারল না এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। মারিও রিভেরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্য়াচে গোয়ার বিরুদ্ধে জয় আসলেও, তারপর ফের ৫ ম্য়াচ ধরে জয় অধরা রয়ে গেল লাল-হলুদ ব্রিগেডের। শেষ কয়েকটি ম্য়াচকে সম্মান রক্ষার ম্য়াচ হিসেবে ভেবেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সেখানেও হার ভুলে জয়ের রাস্তায় ফিরতে পারল না মারিও রিভেরার (Mario Rivera) দল। সোমবার আইএসএলে (ISL)গুরুত্বপূর্ণ ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধেও ১-০ গোলে হারতে হলে এসসি ইস্টবেঙ্গলকে। কেরালার হয়ে একনমাত্র জয়সূচক গোলটি করেন এনেস সিপোভিচ। ম্য়াচের ৪৯ মিনিটে গোল পায় কেরালা ব্লাস্টার্স। যেই গোল শোধ করে আর ম্য়াচে সমতায় ফিরতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। 

এদিন ম্য়াচের শুরু থেকেই সাবধানতা অবলম্বন করে ম্য়াচ শুরু করে এসসি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স। রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার রণনীতি নেয় মারিও রিভেরা ও ইমান ভুকোমানোভিচের দল। ম্য়াচের প্রথমার্ধে বল ধরে খেলে গোলের খোঁজ করতে থাকে লাল-হলুদ ব্রিগেড। ম্য়াচের প্রথমার্ধে বেশ কয়েক বার কেরালার বক্সে হানাও দেয় এসসি ইস্টবেঙ্গলের অ্য়াটাকিং লাইন পাসওয়ান, পেরোসেভিচ, হেনামতে, সোটারা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। কয়েকবার সুযোগ পেয়েছিল কেরালা ব্লাস্টার্সও। কিন্তু প্রথমার্ধে জালে বল জড়াতে পারেনি ইমান ভুকোমানোভিচের দল। প্রথমার্ধে এসসি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স দুই দলই হাড্ডাহাড্ডি ফুটবল খেলে। কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। 

Latest Videos

আরও পড়ুনঃ'আগামি ৬টি ম্যাচই আমাদের কাছে ফাইনাল', কেন এমন বললেন এটিকে মোহনবাগান কোচ

আরও পড়ুনঃআইপিএল ২০২২ মেগা নিলামে সবথেকে বেশি দামি ক্রিকেটার কারা, চিনে নিন তাদের

ম্য়াচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই গোলের জন্য ঝাপায়। আর শুরুতেই ভাগ্য় সাথ দেয় কেরালা ব্লাস্টার্সের। ম্য়াচের ৪৯ মিনিটে গোল পায় কেরালা ব্লাস্টার্স।  গোল করে দলকে এগিয়ে দেন এনেস সিপোভিচ। এক গোলে পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে লাল-হলুদ ব্রিগেড। বেশ কিছু আক্রমণও গড়ে তোলে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি। দুই দলও আরও বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে কিন্তু আর কোনও গোল আসেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্য়াচ হারতে হয় এসসি ইস্টবেঙ্গলকে। যদিও এদিন ম্য়াচে বল শতাংশ, পাসিং, সঠিক পাস  সব কিছুতেই কেরালার থেকে এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। শুধু গোলমুখী শটে এগিয়ে ছিল কেরালা ব্লাস্টার্স। আর সেখানেই বাজিমাত করে যায় তারা। এই ম্য়াচ জয়ের ফলে ১৫ ম্য়াচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল কেরালা ব্লাস্টার্স। আর ১০ নম্বরে এসসি ইস্টবেঙ্গল।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury