তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পতে মরিয়া আর্জেন্টিনা, লড়াই দিতে প্রস্তুত প্যারাগুয়ে

  • মঙ্গলবার ভোকে কোপার তৃতীয় ম্যাচ আর্জেন্টিনার
  • প্যারাগুয়ের বিরুদ্ধে বড় ব্যবধান জয় চাইছে মেসি
  • তবে স্ট্রাইকারদের অফ ফর্ম চিন্তার কারণ কোচের
  • মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা

Sudip Paul | Published : Jun 21, 2021 11:08 AM IST

প্রথম ম্য়াচে চিলির বিরুদ্ধে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্য়াতে উরুগুয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরে কোপা আমেরিকার গ্রুপ পর্যায়ের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে লিও মেসির দল। অপেক্ষাকৃত দুর্বল প্যারাগুয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় চাইছে আর্জেন্টাইন মহাতারকা। অপরদিকে, প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলের হারানোর পর মেসিদের বিরুদ্ধেও লড়াই দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী প্যারাগুয়ে।

আরও পড়ুনঃযমজ পুত্র সন্তানের বাবা হলেন উসেইন বোল্ট, নামেও রয়েছে চমক

উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ জিতলও, দলের স্ট্রাইকারদের গোলের খরা চিন্তায় রেখেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে।  ফলে গোলের জন্য মেসির উপর বাড়তি চাপ পড়ে যাচ্ছে। দলের প্রধান স্ট্রাইকার লরেটো মার্টিনেজ এখনও নিজের সেরা ছন্দে ফিরতে পারেনি। সেই কারণে প্যারাগুয়ের  বিরুদ্ধে হয়তো প্রথম থেকেই দেখা যেতে পারে সার্জিও আগুয়ারোকে। সতীর্থদের বেশি গোল করার জন্য ঝাপানোর বার্তা দিয়েছেন খোদ মেসিও। ফলে প্যারাগুয়ে ম্যাচ থেকে পুররোপুরি ছন্দে ফিরতে মরিয়া নীল-সাদা ব্রিগেড।

আরও পড়ুনঃবিকিনিতে 'আগুন' বুমরার স্ত্রী,দেখুন সুপার হট অ্যান্ড সেক্সি ছবির অ্যালবাম

অপরদিকে, শেষ চারটি ম্যাচে একটিতেও জয় না পেলেও, কোপার শুরুতে বলিভিয়াকে ৩-১ গোলে হারানোয় কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে প্যারাগুয়ে দল। দলের ছন্দে ফিরে আসায় খুশি কোচ এডোয়ার্ডো বেরিজ্জো। তবে শক্তিশালী মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে রক্ষণ সামলে প্রতিআক্রমণে যাওয়ার রণনাীতিতেই মাঠে নামার সম্ভাবনা বেশি প্যারাগুয়ে কোচের। তবে ম্যাচের গোলের জন্য আলেজান্দ্রো রোমেরো, অ্যাঞ্জেল রোমেরা, আভালোসদের উপর। 

আরও পড়ুনঃডেটিংয়ে গিয়ে শাশুড়ির হাতে পাকড়াও, জানুন অজিঙ্কে রাহানের প্রেম কাহিনি

ম্যাচ প্রেডিকশন-
দুই দলের  সামগ্রিক শক্তি ও স্টার প্লেয়ারদের তুলনা করলে প্যারাগুয়ের থেকে অনেকটা অগিয়ে মেসি-দি মারিয়া-ওটামেন্ডিরা। কিন্তু এখনও নিজেদের সেরা ছন্দে ফেরেনি নীল-সাদা ব্রিগেড। তবে প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Share this article
click me!