শেষ চারে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী মেসিরা, অঘটন ঘটানোর লক্ষ্যে ইকুয়েডর

  • কোপার নকআউটে নামছে আর্জেন্টিনা
  • শেষ আটের ম্যাচে মুখোমুখি ইকুয়েডরের
  • ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মেসির দল
  • অপরদিকে লড়াই দিতে প্রস্তুত ইকুয়েডরও
     

Sudip Paul | Published : Jul 3, 2021 10:55 AM IST

রবিবার ভোরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠ নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ গ্রুপ লিগের শেষ ম্যাচে ব্রাজিলকে আটকে দেওয়া ইকুয়েডর। ভারতীয় সময় ভোর সাড়ে ছটায় মুখোমুখি হবে দুই দল। আর্জেন্টিনার তুলনায় দুর্বল দল হলেও, প্রতিপকে হালকাভাবে নিচ্ছেন ননা আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। পূর্ণ শক্তির দল নিয়েও ঝাপাতে চাইছেন তিনি। অপরদিক, লিও মেসির দলকে রুখে দিয়ে চমক দিতে মরিয়া ইকুয়েডর।

আত্মবিশ্বাসী নীল-সাদা ব্রিগেড-
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে আটকে গিয়েছিল আর্জেন্টিনা। তারপর দুরন্তভাবে ঘুড়ে দাঁড়িয়ে পরপর তিনটি ম্যাচ জিতে গ্রুপ চ্যামম্পিয়ন হয়ে নকআউটে পৌছয় নীল-সাদা ব্রিগেড। গ্রুপ পর্বে মোট ৩টি গোল করে মেসির ছন্দে থাকা বাড়তি স্বস্তি জুগিয়েছে আর্জেন্টাইন কোচকে।। এছাড়া ও গোমেজ, মার্টিনেজ, দি মারিয়ারাও ভরসা দিচ্ছে দলকে। তবে প্রতিপক্ষকে যথেষ্ট সমীয় করছেন স্কালোনি। তার মতে,'এই পর্বে সমস্ত দলই সমান বিপজ্জনক। ইকুয়েডর দলটা গতিশীল, তারই সঙ্গে ওরা একটু শরীরী ফুটবলে বিশ্বাস করে। ফলে আমাদের সতর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিতে হবে।' দেশের ট্রফির খরা কাটাতে মরিয়া মেসিও।

অঘটন ঘটাতে মরিয়া ইকুয়েডর-
অপরদিকে, প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারলেও ভেনেজুয়েলা, পেরু ও ব্রাজিলের সঙ্গে ড্র করে নকআউটে পৌছেছে ইুকুয়েডর। শেষ ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে ড্র বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে গুস্তাফো আলফারোর দলকে। ভ্যালেন্সিয়া, ফ্রাঙ্রো, মিনাদের অভিজ্ঞতার উপর ভরসা রেখেই আর্জেন্টিনাকে আটকানোর ছক কষছেন ইকুয়েডর কোচ। তবে প্রথমে আক্রমণে না গিয়ে, রক্ষণ সামলে গতিতে প্রতিআক্রমণে যাওয়ার রণনীতিতেই ইকুয়েডরের মাঠে নামের সম্ভাবনা বেশি। সব মিলিয়ে আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও, লড়াই দিতে প্রস্তুত ইকুয়েডর।

ম্যাচ প্রেডিকশন-
প্রতিযোগিতায় টানা তিনটি জয় পেয়ে শেষ আটে পৌছেছে আর্জেন্টিনা। অপরদিকে, তিনটি ড্র করলেও, এখনও একটিও ম্যাচ জেতেনি ইকুয়েডর। তারমধ্যে দুরন্ত ছন্দে রয়েছেন মেসি। দলগত শক্তির বিচারেও অনেকটা এগিয়ে আর্জেন্টিনা দল। সব মিলিয়ে ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনাকেই ফেভারিট মানছে ফুটবল বিশেষজ্ঞরা।

Share this article
click me!