Match prediction- টানা তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে এটিকে মোহনবাগান, প্রথম জয়ের খোঁজে ওড়িশা

  • প্রথম ২ ম্যাচে জয় পেয়েছে এটিকে মোহনবাগান
  • তৃতীয় ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হাবাসের দল
  • ম্যাচ জিতে লিগ টপে যেতে মরিয়া সবুজ-মেরুণ শিবির
  • অপরদিকে প্রথম জয়ের জন্য ঝাঁপাতে প্রস্তিত ওড়িশা
     

গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও আইএসএল অভিযান দুরন্তভাবে শুরু করেছে এটিকে মোহনবাগান। প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট ঘরে তুলেছে অ্যান্টেনিও লোপেজ হাবাসের দল। তারউপর দ্বিতীয় ম্যাচে ডার্বিতে চিরপ্রতীদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে সবুজ-মেরুণ শিবিরের। এবার তৃতীয় ম্য়াচে এটিকে মোহনবাগানের সামনে ওড়িশা এফসি। ওড়িশা বধের ছক তৈরি বলে ইতিমধ্যেই জানিয়েছেন এটিকেএমবি কোচ।

প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে অনবদয ফুটবল খেলেছিল হাবাসের দল। প্রথম ম্যাচ থেকেই গোলের মধ্যে রয়েছেন সবুজ--মেরুণের প্রদান স্ট্রাইকার রয় কৃষ্ণা। শেষ  ম্যাচে দুরন্ত গোল করেছেন মনবীর সিং। মাঝ মাঠে হার্নান্ডেজ, ম্যাকহাগ, প্রবীর দাসদের এসসি ইস্টবেহ্গলের বিরুদ্ধে প্রথম ম্যাচের তুলনায় অনেক বেশি সংঘবদ্ধ দেখিয়েছে। ঝিঙ্গান,তিরি, প্রীতম কোটালদের জমাটি ডিফেন্স অন্যতম প্রধান অস্ত্র হাবাসের কাছে। ফলে তৃতীয় ম্য়াচে নামার আগে আত্মবিশ্বাসী বাগান শিবির। হাবাস জানিয়েছেন,'প্রথম দু’ম্যাচ জয়ের পর আমরা একইরকমভাবে জয়ের ধারা বজায় রাখতে চাই। দলের সকল ফুটবলার অত্যন্ত পেশাদার। প্রথম দু’টো ম্যাচ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফাইনাল অবধি আমাদের কাছে বাকি ম্যাচগুলি জেতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচগুলোতে আমরা নিজেদের পারফরম্যান্সে খুশি, কিন্তু আমরা জয়ের অভ্যেস বজায় রাখতে চাই।' 

Latest Videos

একইসঙ্গে বিপক্ষকে যথেষ্ট সমীহ করছে এটিকেএমবি টিম ম্য়ানেজমেন্ট। ওডিশার কোচ স্টুয়ার্ট বাক্সটারকে আগে থেকেই চেনেন হাবাস। দক্ষিণ আফ্রিকায় কোচিং করানোর সময়ে দুই কোচ পরস্পরের বিরুদ্ধে একাধিক বার মুখোমুখি হয়েছেন। একে অপরের প্রতি সম্মানের কথাও জানিয়েছেন হাবাস। পাশাপাশি ওড়িশার প্রধান অস্ত্র মার্সেলিনহোকেও যথেষ্ট সমীহ করছে বাগান শিবির। তাকে আটকানোর জন্য ছকও প্রস্তুত করেছেন হাবাস। তবে মার্সেলিনহোকে ওড়িশার কি-প্লেয়ারর বলেছেন বাগান কোচ। তবে তৃতীয় ম্য়াচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান প্লেয়ার ও টিম ম্যানেজমেন্ট। 

অপরদিকে, ওডিশার কোচ স্টুয়ার্ট বাক্সটারের অধীনে ২টি ম্য়াচে খেলা হয়ে গিয়েছে। জামশেদপুরের বিরুদ্ধে আগের ম্যাচ ড্র করলেও প্রথম ম্যাচে তারা হায়দরাবাদের কাছে ম্য়াচ হারতে হয়েছিল ওড়িশাকে। তাই বাগানের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লড়াই বাক্সটারের দলের। প্রধান প্লেয়ারমার্সেলিনহো হলেও, এন কুমার, মার্সেলিনহো, এলপি সিং, বোরা, অ্যালেকজান্ডারদের উপরও ভরসা রাখছেন ওড়িশা কোচ। এটিকে মোহনবাগানের মত শক্তিশালী দলের বিরুদ্ধে সংঘবদ্ধ ফুটবল খেলেই বাজিমাত করতে চান স্টুয়ার্ট বাক্সটার।

ম্যাচ প্রেডিকশন- 
এবার আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছে এটিকে মোহনবাগান। প্রথম দুটি ম্যাচেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। অপরদিকে জয় এখনও অধরা ওড়িশা এফসির। ফলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এই ম্য়াচে জয় পেতে চলেছে অ্যান্টেনিও লোপেজ হাবাস। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today