স্পেনের তিকিতাকা না মদ্রিচ ম্যাজিক, ইউরোতে আজ স্পেন-ক্রোয়েশিয়া দ্বৈরথ

  • আজ ইউরোতে স্পেন বনাম ক্রোয়েশিয়া
  • শেষ আটের টিকিট পতে মরিয়া দুই দেশ
  • মদ্রিচ বনাম মোরাতা লড়াই ঘিরে চড়ছে পারদ
  • রুদ্ধশ্বাস ফুটবল দেখার অপেক্ষায় সকলেই

ইউরো কাপের শেষ ষোলার ম্যাচে আজ স্পেন বনাম ক্রোয়েশিয়া দ্বৈরথ। ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। একদিকে যেমন স্পেন কোচ লুই এনরিকের কাছে এই ম্যাচ নিজেকে প্রামণের অগ্নিপরীক্ষা। একইসঙ্গে গ্রুপ পর্বে সেরা ছন্দে পাওয়া না গেলেও, নক আউট পর্বে নিজেদের সেরাটা দিতে মরিয়া মোরাতা, লাপোর্তে, টরেসরা। অপরদিকে, ক্রোট তারকা লুকা মদ্রিচের টার্গেট নিজের কেরিয়ারের শেষ উইরোতে দলকে আরও একবার সাফল্য এনে দেওয়া।

Latest Videos

নিজেদের প্রমাণ করতে মরিয়া স্পেন-
গ্রুপ পর্বে সুইডেন ও পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করার পর স্পেনের পারফরমেন্স ও কোচ লুই এনরিকের কোচিং নিয়েও উঠেছিল প্রশ্ন। যদিও শেষ ম্য়াচে ঘুড়ে দাঁড়ায় স্পেন। স্লোভাকিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জিতে পরের রাউন্ডের টিকিট পাকা করায় সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছে। কিন্তু আজ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লড়াইটা যে বেশ কঠিন হতে চলেছে তা ভালো করেই জানেন স্প্যানিশ কোচ। মদ্রিচ, পেরেসিচ, ব্রোজোভিচ, ভ্লাসিচ সমৃদ্ধ ক্রোয়েশিয়া দলকে যথেষ্ট সমীহ করছেন এনরিকে। তবে বল পজিশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেই বিপক্ষকে মাত দেওয়ার পরিকল্পনা স্প্যানিসকোচের। নিজেদের আরও একবার প্রমাণ করার অপেক্ষায় মোরাতা, বস্কেটস, কোকে, লাপোর্তেরা।

আরও একবার মদ্রিচ ম্যাজিকের অপেক্ষায় ক্রোটরা-
অপরদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে হার, চেক রিপাবলিকের বিরুদ্ধে ড্র করে ইউরো কাপের শুরুটা ভালো করতে পারেনি ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা। গ্রুপ লিগের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে লুকা মদ্রিচ ম্য়াজিকে ভর করে ৩-১ গোলে ম্যাচ জেতে ক্রোটরা। যার ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় পৌছায় জ্লাটকো ডালিচের দল। স্পননেরে মত শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগেই আরও একবার সেই মদ্রিত ম্যাজিকের অপেক্ষায় ক্রোট কোচ থেকে সমর্থকরা। এছাড়াও বড় ম্যাচে পেরিসিচ, ব্রোজোভিচদের অভিজ্ঞতার উপরও ভরসা রাখছেন ডালিচ। তবে রক্ষণ সামলে আক্রমণে যাওয়াই লক্ষ্য ডালিচের। 

ম্যাচ প্রেডিকশন-
প্রতিযোগিতার প্রথম থেকেই নিজেদের সেরা ছন্দে নেই দুই দল। তবে ক্রোয়েশিয়া ও স্পেন দলের শক্তির বিচার করলে কিছুটা এগিয়ে রাখতেই হবে এনরিকের দলকে। তবে বড় ম্য়াচের অভিজ্ঞতা বেশি রয়েছে মদ্রিচ, পেরিসিচদের। ফলে আজকের ম্যাচে জয়ের ক্ষেত্রে যেই দল প্রথমে গোল করতে পারবে তাদরকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Share this article
click me!

Latest Videos

‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ Trinamool-কে সরাসরি আক্রমণ Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
বাংলাদেশের ঘটনা নিয়ে Mamata-কে প্রশ্ন Suvendu-র, পাল্টা ক্ষোভ উগরালেন Kunal Ghosh
‘Bangladesh-এর এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari