ফুটবল বিশ্বকাপ কবে কবে খেলা ব্রাজিল-আর্জেন্টিনার, দেখে নিন মেসি-নেইমারদের সূচি

ঘোষণা হল  ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ (Fifa World cup qatar 2022) -এর গ্রুপ বিন্যাস ও সূচি। একই গ্রুপে স্পেন ও জার্মানি। অপেক্ষাকৃত সহজ গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিল। জেনে নিন ব্রাজিল ও আর্জেন্টিনার সম্পূর্ণ সূচি।

ঘোষণা হয়ে গিয়েছে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর গ্রুপ বিন্যাস ও ক্রীড়াসূচি। বলা আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফুটবল বিশ্বের সবথেকে বড় মহাযজ্ঞের। সূচি ও গ্রুপ বিন্যাস হয়ে যাওয়া মানেই শুরু হয়ে গিয়েছে কোন গ্রুপ  সোজা, কোন গ্রুপ কঠিন, কোন দল এবার ভালো, কোন দলের শক্তি কতটা ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা। আর বাঙালির বিশ্বকাপ মানেই যে দুটি দেশের নাম সবার আগে চিরকাল ছিল আর থাকবে সেই ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই পেলে-মারাদোনা থেকে শুরু করে মেসি-নেইমার যুগ বদলালেও বিশ্বকাপে এই দুই দলকে ঘিরে বাংলা তথা দেশের আবেগ কিন্তু এতটুকু কমেনি। একইসঙ্গে ধীরে ধীরে চায়ের দোকান, পাড়ার ঠেক থেকে শুরু করে অফিস যাত্রীদের ট্রেন-বাসে শুরু হয়ে য়াবে তর্ক-বিবাদ আরও কত কী। 

ফিফা বিশ্বকাপ  ২০২২-এর যোগ্যতা এবার সহজেই অর্জন করছে  দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের দুই শক্তিধর দেশে ব্রাজিল ও আর্জেন্টিনা। ১ নম্বর হিসেবে যোগ্যতা অর্জন করেছে নেইমারের দেশে ও ২ নম্বর হিসেবে যোগ্যতা অর্জন করেছে মেসির দেশ। সূচি অনুযায়ী  ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এ বারের ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। দ্বিতীয় দিনে মাঠে নামবে মেসির আর্জেন্তিনা। ২২ নভেম্বর সৌদি আরনের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নীল-সাদা ব্রিগেড। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয় খেলা। ২৬ নভেম্বর আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ রাত সাড়ে ১২টায়। প্রতিপক্ষ মেক্সিকো। ৩০ নভেম্বর রাত সাড়ে ১২টায় পোল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে শেষ হবে ২বারের বিশ্বজয়ী আর্জেন্টিনার গ্রুপ পর্বের খেলা। 

Latest Videos

অপরদিকে ২৪ নভেম্বর প্রথম মাঠে নামবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারদের প্রথম খেলা সার্বিয়ার বিরুদ্ধে। রাত সাড়ে ১২টায় খেলা। ২৮ নভেম্বর রাত সাড়ে ৯টায় ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। এই ম্য়াচটি হাড্ডাহাড্ডি হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ২ ডিসেম্বর ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্য়াচ। রাত সাড়ে ১২টায় নেইমারদের প্রতিপক্ষ আফ্রিকান শক্তি ক্যামেরুন।

প্রসঙ্গত, এবার বিশ্বকাপের যে গ্রুপ বিন্যাস হয়েছে তাতে গ্রুপ এ -তে রয়েছে কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস। গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ইউরো প্লে-অফ থেকে ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেনের মধ্যে এক দেশ। গ্রুপ সি-তে রয়েছে মেসির আর্জেন্টিনা। এছাড়া রয়েছে সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। গ্রুপ ডি-তে রয়েছে গতবারের বিশ্বকাপ জ ফ্রান্স, আইসি প্লে-অফের পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহি, ডেনমার্ক, তিউনিশিয়া। গ্রুপ ই-তে রয়েছে স্পেন, আইসি প্লে-অফ ২-এর  কোস্টা রিকা/নিউজিল্যান্ড, জার্মানি, জাপান। গ্রুপ এফ-তে রয়েছে বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। গ্রুপ জি- তে রয়েছে নেইমারের ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন। গ্রুপ এইচ-তে রয়েছে পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, কোরিয়া রিপাবলিক। 

আরও পড়ুনঃগ্রুপ অফ ডেথে স্পেন-জার্মানি, সহজ গ্রুপে মেসি-নেইমাররা, দেখে নিন ফিফা বিশ্বকাপের গ্রুপ বিন্যাস

আরও পড়ুনঃকবে-কখন-কোথায় কার সঙ্গে খেলা, জেনে নিন ফুটবল বিশ্বকাপ ২০২২-এর সম্পূর্ণ সূচি

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024