আজ অলিম্পিক ফুটবলে মহারণ, ব্রাজিল বনাম জার্মানি ম্যাচ ঘিরে চড়ছে পারদ

২৩ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে টোকিও অলিম্পিক্স ২০২০-র।  কিন্তু তার আগেই শুরু  হয়ে গিয়েছে একাধিক ইভেন্ট। আজ অলিম্পিকের ফুটবল ইভেন্টে মেগা ফাইট। মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও জার্মানি।
 

Asianet News Bangla | Published : Jul 22, 2021 9:05 AM IST / Updated: Jul 22 2021, 08:23 PM IST

২৩ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে টোকিও অলিম্পিক্স ২০২০-র। কিন্তু ২১ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে অলিম্পিকের কয়েকটি ইভেন্টের খেলা। সফটবল দিয়ে শুরু হয়েছে স্পোর্টিম ইভেন্ট। বৃহস্পতিবার শুরু অলিম্পিকে ফুটবলের লড়াই।  পুরুষ ও মহিলা বিভাগের একাধিক ফুটবল ম্যাচ রয়েছে এদিন। আজ পুরুষদের প্রতিযোগিতায় সবথেকে হাইভোল্টেজ ম্যাচে এদিন মাঠে নামছে গতবারের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট দেশ ব্রাজিল। প্রতিপক্ষ গতবারের রানার্সআপ জার্মানি।

আরও পড়ুনঃরিচার্লসনের দুরন্ত হ্যাটট্রিক, অলিম্পিকে সাম্বা ঝড়ে উড়ে গেল জার্মানি

বিশ্বকাপ হোক ও অলিম্পিক, এমনকী কোনও ফ্রেন্ডলি ম্যাচেও যখনও ব্রাজিল-জার্মানির লড়াই হয়েছে, সেই দ্বৈরথ অন্যমাত্রা পেয়েছে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ঘরের মাঠে ব্রাজিলকে ৭-১ গোলে পর্যুদস্ত করেছিল জার্মানি। ২০১৬ রিও অলিম্পিকের ফাইনালে জার্মানিকে হারিয়ে সেই জ্বালা কিছুটা মিটিয়েছিল নেইমাররা। গতবারের ফানালে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। টাইব্রেকারে জার্মানিকে ৫-৪ ব্যবধানে হারায় ব্রাজিল। একসঙ্গে ফুটবলে প্রথমবার অলিম্পিক গোল্ড মেডেল জেতে সেলেকাওরা।

আরও পড়ুনঃভারতীয় দলের মাত্র ২৮ জন অংশ নিচ্ছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে, কিন্তু কারণটা কী

আরও পড়ুনঃবঙ্গ কন্যার লক্ষ্য সোনা জয়, দেখুন টোকিওয় শেষ মুহূর্তে প্রণতির পোডিয়াম ট্রেনিং

এবার প্রথম ম্যাচে নামার আগে পরিস্থিতি কিছুটা আলাদা। সদ্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারতে হয়েছে ব্রাজিলকে। অপরদিকে ইউরো কাপের শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানি। অলিম্পিকে অনুর্ধ্ব ২৩ দল খেললেও, ৩ জন সিনিয়র প্লেয়ার রাখার নিয়ম রয়েছে। ফলে কোপা হারের যন্ত্রণা ভুলে অলিম্পিকে ফের সোনা জয়ের অভিযান শুরু করতে মরিয়া দানি অ্যালভেজ, রিচার্লসন, পাওলিনহোর মত প্লেয়াররা। অপরদিকে, গতবারের ফাইনাল হারের বদলা নিতে মরিয়া জার্মানি। হাড্ডাহাড্ডি ফুটবল দেখার অপেক্ষায় ক্রীড়া প্রেমিরা।

&

Share this article
click me!