ফের কোপা আমেরিকায় সাম্বার ঝড়। ফের ফুটবলের জাদুকে বিশ্বকে মাতাল ব্রাজিল। কোপার দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিল নেইমার, স্যান্ড্রো, রিচার্লসনরা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এবার পেরুকেও বড় ব্যবধানে হারিয়ে দুরন্ত ছন্দে তিতের দল। এদিনও ম্য়াচে গোল পেলেন নেইমার। অপর তিনটি গোল করলেন অ্যালেক্স স্যান্ড্রো, এভার্টন রিবেরিও ও রিচার্লসন। দলের অনবদ্য পারফরমেন্সে খুশি ব্রাজিল কোচও।
আরও পড়ুনঃটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ঘোষিত বিরাটদের প্রথম একাদশ, জেনে নিন কারা জায়গা পেলেন দলে
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ৫ বারের বিশ্বজয়ীরা। নেইমার, জেসাস, ফ্রেড, ফ্য়াবিয়ানোদের একের পর এক আক্রমণ আছড়ে পড়ে পেরুর বক্সে। যা সামলাতে কার্যত হিমসিম খেতে হয় পেরুকে। ম্যাচের ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন অ্যালেক্স স্যান্ড্রো। তারপর একাধিক আক্রনণ গড়ে তুললেও আর জালে বল জড়াতে পারেনি সেলেকাওরা। কয়েকটি সুযোগ তৈরি করলেও, কাজের কাজ করতে পারেনি পেরু। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তিতের দল।
আরও পড়ুনঃ মডেল-অভিনেত্রী থেকে প্লেয়ার, বিরাটের জীবনের একাধিক বিতর্কিত প্রেম, সবটা জানত কি অনুষ্কা
আরও পড়ুনঃনার্সের প্রেমে পড়ে বিয়ের আগেই হয়েছেন বাবা, জানুন কিউই অধিনায়কের ব্যক্তিগত জীবন
দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা আরও বাড়ায় ব্রাজিল। যার চাপ পড়তে থাকে বিপক্ষের রক্ষণে। ম্যাচের ৬৮ মিনিটে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোল করেন নেইমার। এই নিয়ে পরপর দুই ম্যাচে গোল পেলেন ব্রাজিল ফুটবলের ওয়ান্ডার বয়। ম্যাচের ৮৯ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন এভার্টন রিবেরিও। ম্য়াচের নির্ধরিত সময়ে পর ইনজুরি টাইমে আসে চতুর্থ গোল। ৯৩ মিনিটে গোল করেন রিচার্লসন। এই ম্যাচ জয়ের ফলে । ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আয়োজক দেশ ব্রাজিল।