চোট কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার, জানালেন ব্রাজিল কোচ

  • চোট কাটিয়ে মাঠে ফিরতে তৈরি নেইমার
  • দেশের জার্সিতে ফিফা ফ্রেন্ডলি খেলবেন ব্রাজিলের সুপারস্টার
  • কোপার প্রস্তুতি পর্বে চোট পেয়েছিলেন তারকা ফুটবলার
  • মিয়ামিতে কলম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ ব্রাজিলের

কোপার অনুশীলনে তিনি ছিলেন মধ্যমণি। তাঁকে সামনে রেখেই দক্ষিণ আমেরিকা জয়ের স্বপ্ন দেখিছিলেন ব্রাজিল কোচ তিতে। স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু নেইমারকে ছাড়া।  কারণ প্রস্তুতি পর্বে কাতারের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে চোট পেয়ে কোপা থেকে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলের ওয়ান্ডার ম্যান। তখন আরও একটা বিতর্কে জড়িয়ে পরেছিলেন তিনি। নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক মডেল। চোট নিয়েই থানায় একাধিকবার চক্কর কাটতে হয়েছিল তারকা ফুটবলারকে। ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেও দল বদলের ধাক্কায় গত প্রায় একটা মাস কাটাতে হয়েছে নেইমারকে। বার্সেলোনায় তিনি ফিরছেন এটা ধরে নিয়ে বর্তমান ক্লাব, প্যারিস সাঁ জাঁ’র সঙ্গে দুরত্ব তৈরি করেন। কিন্তু দল বদলের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেও নেইমারকে দলে তুলতে পারেনি বার্সেলোনা। তাই মনে রাগ চেপে রেখেই এই মরসুমেও প্যারিসের ক্লাবেই থেকে যেতে হচ্ছে নেইমারকে। তবে এত কিছুর মধ্যে একটাই ভাল খবর তাঁর জন্য। মরসুমের প্রথম ম্যাচটা নিজের দেশের জার্সিতে খেলতে পারবেন নেইমার জুনিয়র। 

শুক্রবার মিয়ামিতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নামচে চলেছে ব্রাজিল। আর এই ম্যাচে দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন নেইমার জুনিয়র। ম্যাচের আগের দিনই এই কথা জানিয়ে দিলেন ব্রাজিল কোচ তিতে। কিন্তু ব্রাজিল কোচ এই ঘোষণা করার পরই একটা প্রশ্ন উড়ে আসে সাংবাদিক সম্মেলনে, নেইমার কি সত্যই ফিট? প্রশ্ন শুনে চটে যান তিতে। বলেন, ‘আমরা এতটাও দায়িত্বজ্ঞানহীন নই যে একজন আনফিট ফুটবলারকে মাঠে নামিয়ে দেব। প্রশ্নটা ওঁর কেরিয়ারের। নেইমার সুস্থ বলেই ওকে দলে রাখা হয়েছে।’ চোট কাটিয়ে নেইমারের  প্রত্যাবর্তনের পাশাপাশি কলম্বিয়ার ম্যাচে ব্রাজিল জার্সিতে অভিষেক হতে পারে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত ফুটবল খেলা ভিনিসিয়াস জুনিয়রের। 

Latest Videos

মনে অনেক রাগ ও অভিমান নিয়ে মাঠে নামতে চলেছেন নেইমার জুনিয়র। ফুটবল বিশ্বও বসে আছে ব্রাজিল ফুটবলের বর্তমান মহাতারকের মাঠে ফিরের অপেক্ষায়। কতটা চমক দিতে পারবেন নেইমার জুনিয়র? উত্তর দেবে মিয়ামির ৯০ মিনিটের লড়াই। 
 

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari