জর্জ ফ্লয়েড হত্যায় সরব ফুটবল বিশ্ব,মানবিক প্রতিবাদ চেলসির প্লেয়ারদের

  • লিভারপুলের পর জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানাল চেলসি ফুটবল ক্লাব
  • মাঠের মাঝে হাঁটু গেড়ে ইংলিশ অক্ষর 'এইচ' তৈরি করে চেলসি প্লেয়াররা
  • ট্রেনিং শুরুর আগে এই অভিনব প্রতিবাদ জানান চেলসির প্লেয়ার সহ কোচরা
  • এছাড়া আমরিকায় ফ্লয়েড হত্যার প্রতিবাদ সরব হয়েছে গোটা ফুটবল বিশ্ব
     

Sudip Paul | Published : Jun 3, 2020 6:31 AM IST

আমেরিকায় পুলিসি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাাদে ক্রমশ উত্তাল হচ্ছে ক্রিড়া দুনিয়া। বিশ্ব জুড়ে ফুটবলার ও ক্লাবগুলিও জানাচ্ছে তাদের প্রতিবাদ। ইতিমধ্যেই লিভারপুল প্লেয়াররা মাঝ মাঠে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানিয়েছে। বুন্দেশলিগার প্লেয়ার জ্যাডন স্যাঞ্চো থেকে আশরাফ হাকিমি, রবিবার ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’ দাবিতে সোচ্চার হলেন বরুসিয়া ডর্টমুন্ডের দুই গোলস্কোরার। রবিবার অন্য আরেকটি ম্যাচে বরুসিয়া মনচেনগ্লাডবাচের মার্কাস থুরাম গোলের পর হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানান ফ্লয়েডকে। শনিবার অন্য একটি ম্যাচে মার্কিন ডিফেন্ডার ওয়েস্টন ম্যাকেনিকেও ‘জাস্টিস ফর জর্জ’ লেখা আর্মব্যান্ড পরে মাঠে দেখা যায়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দুই ফুটবলার পল পোগবা এবং মার্কাস র‌্যাশফোর্ডও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।এবার ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানাল ইপিএলের ক্লাব চেলসি।

আরও পড়ুনঃজর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ লিভারপুল প্লেয়ারদের

লিভারপুলের অভিনব প্রতিবাদের পরে চেলসির প্রত্যেক ফুটবলার তাদের অনুশীলনে হাঁটু মুড়ে বসে পড়েন। এমন ভাবে তাঁরা বসেছিলেন যাতে ইংরেজি ‘এইচ’-এর মতো অক্ষর তৈরি হয়। ‘এইচ’ অর্থাৎ ‘হিউম্যান’। মানবিক হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বর্ণবৈষম্যের বিরুদ্ধেও গর্জে উঠেছেন চেলসির ফুটবলারেরা। গোলকিপার কেপা টুইট করেন, ‘‘অনেক হয়েছে। সকলে এক হয়ে আমরা শক্তিশালী হচ্ছি।’’ ইপিএলের আর একটি ক্লাব নিউক্যাসলও ট্রেনিংয়ের সময় হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছে। হ্যাশট্যাগ চালু হয়েছে ‘ইউনাইটেড অ্যাজ ওয়ান'। 

Share this article
click me!