প্যারাগুয়েতে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি, ৫ মাস পর ব্রাজিলে ফিরলেন রোনাল্ডিনহো

  • জাল পার্সপোর্টের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রোনাল্ডিনহো
  • বেশ কিছুদিন জেলেই কাটাতে হয়েছিল বিশ্বকাপ জয়ী তারকাকে
  • তারপর জামিন পেলেও প্যারাগুয়েতে গৃহবন্দি ছিলেন রোনাল্ডিনহো
  • অবশেষে আদালতের নির্দেশে প্যারাগুয়ে থেকে দেশে ফিরলেন তিনি
     

Sudip Paul | Published : Aug 25, 2020 12:47 PM IST

অবশেষে মুক্তি। দীর্ঘ ৫ মাস পর ব্রাজিলে ফিরলেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার রোনাল্ডিনহো। ভুঁয়ো পাসপোর্ট ও কাগজপত্র বানিয়ে প্যারাগুয়ে যাওয়ার অপরাধে রোনাল্ডিনহো ও তার বাইকে গ্রেফতার করে পুলিস। ৬ মার্চ একটি চ্যারিটি ইভেন্টে যোগ দেওয়ার জন্য প্যারাগুয়ে গিয়েছিলেন রোনাল্ডিনহো এবং তাঁর ভাই রবের্তো। সেখানেই হোটেলের রুম থেকে তাদের গ্রেফতার করা হয়। রোনাল্ডিনহোর পাসপোর্টে তাঁর নাম, জন্মস্থান ও জন্ম তারিখ ঠিকঠাক থাকলেও তাঁর নাগরিকত্ব লেখা ছিল প্যারাগুয়ের। হোটেলের ঘরে তল্লাশি চালিয়েই নাকি পুলিশ জাল পাসপোর্ট-সহ বেশ কিছু ভুয়ো নথিপত্র পায়।

গ্রেফতার হওয়ার পর ৩২ দিন জেলে কাটান রোনাল্ডিনহো। জেলেও বন্দিদের সকার টুর্নামেন্টে অংশ নিয়ে দুরন্ত খেলেছিলেন রোনাল্ডিনহো। কারাগেরই নিজের ৪০ তম জন্মদিনও পালন করেছিলেন প্রাক্তন বার্সা তারকা। প্রথম দিকে আদাল তার জামিন নাকোচ করে দিলেও, গত এপ্রিলে ১৬ লক্ষ মার্কিন ডলার জরিমানা দিয়ে শর্তসাপেক্ষে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছিল রোনাল্ডিনহো ও তার ভাইয়ের। তবে আদালতের তরফে নির্দেশ ছিল তারা কেউ কোনওভাবেই প্যারাগুয়ের বাইরে যেতে পারবে না। ফলে জামিনে মুক্তি পেয়েও প্যারাগুয়ের একটি চারতারা হোটেলে গৃহবন্দি থাকতে হয় তাদের। প্রায় সাড়ে চার মাস গৃহবন্দি অবস্থায় প্যারাগুয়েতে ছিলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডিনহো।

Latest Videos

অবশেষে আদালত তাদের দেশে ফেরার অনুমতি দেয়। গৃহবন্দি দশা থেকে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার সকালেই ব্যক্তিগত বিমানে রিও দি জেনেইরোর উদ্দেশে রওনা দেন প্রাক্তন বার্সেলোনা তারকা। বিচারপতি জানিয়ে দেন, স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য রোনাল্ডিনহোকে ৯০ হাজার মার্কিন ডলার ব্যয় করতে হবে। তবে দেশে ফিরলেও আগামী ২৪ মাস ব্রাজিল ছেড়ে কোথাও যেতে পারবেন না রবের্তো। এই সময়ের মধ্যে নিয়মিত রিও ডি জেনেরিওতে হাজিরা দিতে হবে তাঁকে। যদিও পুরোপুরি দায়মুক্ত রোনাল্ডিনহো। তবে দীর্ঘ দিন ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে ব্রাজিলের ফুচবল প্রেমিরা। একইসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিশ্ব জুড়ে রোনাল্ডিনহো ভক্তরা।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
গার্ডেনরিচে নয়া মাইলফলক! আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের হাত ধরে আধুনিক ভেসেল নির্মাণের সূচনা!
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি