অ্যানির মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া জগৎ, বাগান সমর্থকের শেষকৃত্যে এগিয়ে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানস ক্লাব

দ্বাদশীর সকালেই বিষাদের সুর ময়দান জুড়ে। ভড়া গ্যালারিতে আর দেখা যাবে না অনির্বাণ নন্দী ওরফে 'অ্যানি'র হাসি মুখ। একসময় মোহনবাগান তাবুতে নিয়মিত উপস্থিতি, সবুজ-মেরুণ অন্তপ্রাণ, আর সব সময় একমুখ হাসি। এইভাবেই প্রিয় অ্যানিকে মনে রাখতে চায় ময়দান।

ময়দানকে কাঁদিয়ে দ্বাদশীর রাতেই বিদায় নিল মোহনবাগান অন্তপ্রাণ অনির্বাণ নন্দী। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভোগার পর দ্বাদশীর দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় অনির্বাণ ওরফে অ্যানি। অ্যানির মৃত্যুতে শোকস্তব্ধ বাগান সমর্থকরা। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলেন অনির্বাণ। তারপরে চলে যান মাও। নিজের বলতে তেমন কেউ নেই। তাই অনির্বাণের আত্মার আত্মীয় হয়ে উঠল গোটা বাংলা। অ্যানির শেষকৃত্বে জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানস ক্লাব। ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থ সংগ্রহ। অর্থ সাহায্যের জন্য দেওয়া হয়েছে ফোন নম্বরও (9064517954)। তাঁর শেষকৃত্যে থাকছেন কলকাতার ফুটবল জগতের বিশিষ্টরাও। 

দ্বাদশীর সকালেই বিষাদের সুর ময়দান জুড়ে। ভড়া গ্যালারিতে আর দেখা যাবে না অনির্বাণ নন্দী ওরফে 'অ্যানি'র হাসি মুখ। একসময় মোহনবাগান তাবুতে নিয়মিত উপস্থিতি, সবুজ-মেরুণ অন্তপ্রাণ, আর সব সময় একমুখ হাসি। এইভাবেই প্রিয় অ্যানিকে মনে রাখতে চায় ময়দান। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন অনির্বাণ। দ্বাদশীর দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের এই একনিষ্ঠ সমর্থক। অনির্বাণের প্রয়াণে শোকের ছায়া সবুজ-মেরুণ শিবিরে। প্রিয় অ্যানির প্রয়াণে ভেঙে পড়েছে বাগান সমর্থকেরাও। 

Latest Videos

আজ থেকে মাস তিনেক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পোস্ট। গুরুতর অসুস্থ মোহনবাগানের একনিষ্ট সমর্থক অনির্বাণ নন্দী ওরফে অ্যানি। অনির্বাণের দুটো কিডনিই বিকল হয়ে গিয়েছিল। কিডনি প্রতিস্থাপন করতে প্রয়োজন প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা। এই পোস্ট ভাইরাল হতেই অনির্বাণের দিকে সাহায্যের আহ বাড়িয়ে দেয় আপামোর বাঙালি। উল্লেখ্য কিছুদিন আগেই মা বাবাকে হারিয়েছিলেন অ্যানি। দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে নিজের দুঃখের কথা ব্যাক্তও করেছিলেন তিনি। অনির্বাণ নিজেই একটি বিশিষ্ট সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর কাছে আর মাত্র মাস পাঁচেক সময় আছে। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ কী ভাবে জোগার করবেন সেই চিন্তাতেও যথেষ্ঠ ভেঙে পড়েছিলেন অ্যানি। চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিলেন সকলের প্রিয় অ্যানি। 


আরও পড়ুন- লক্ষ্মীপুজোর দিন গৃহসজ্জায় মেনে চলুন এই বিশেষ টিপস, জেনে নিন কী কী করবেন

আরও পড়ুন- লক্ষ্মীপুজোর ভোগবৃত্যান্ত, পুজোয় কি কি ভোগ নিবেদন করা হয় চঞ্চলা লক্ষ্মীকে

আরও পড়ুন- ঘরে লক্ষ্মী বাস চাইলে করুন এই কাজ, কোনও দিন হবে না অর্থের অভাব

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury