ঘরের মাঠেই বাতিল হল সবুজ-মেরুণের প্রথম লিগ ম্যাচ

  • মোহনবাগান ও পিয়ারলেসের ম্যাচ দিয়েই শুরু হওয়ার কথা সিএফএল-এর
  • মোহনবাগান গ্যালারির নিচে সংস্কারের কাজ চলছে
  • তার জন্য বাতিল করা হয়েছে শুক্রবারের খেলা 
  • ৬ই আগস্ট কাস্টমস-দের বিরুদ্ধে প্রথম লিগ ম্যাচে নামবে মোহনবাগান

debojyoti AN | Published : Jul 26, 2019 2:29 PM IST

শুক্রবার মোহনবাগান ও পিয়ারলেসের ম্যাচ দিয়েই মোহনবাগানের মাঠে এবারের কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল। তবে বাধ সাধল মাঠের অবস্থা। মোহনবাগান গ্যালারির নিচে সংস্কারের কাজ চলছে। তার জন্য বাতিল করা হয়েছে শুক্রবারের খেলা। ৬ই আগস্ট কাস্টমস-দের বিরুদ্ধে প্রথম লিগ ম্যাচে নামবে মোহনবাগান।   

মাঠে নামার জন্য সবরকমভাবে প্রস্তুত ছিল মোহনবাগান। শেষমেশ তাদের প্রস্তুতি কাজে লাগলো না। বরং আরও কিছুটা সময় পেয়ে গেল তারা। আসলে স্টেডিয়ামের নিচে আলাদা ড্রেসিংরুম থেকে শুরু করে জিম সব-ই হচ্ছে। তাই চারিদিকে সিমেন্ট, বালি-র স্তূপ। যেখানে প্র্যাক্টিস করতে আসা ফুটবলারদেরই মাঠে আসতে যথেষ্ট অসুবিধা হচ্ছে সেখানে খেলা হলে প্রচুর দর্শক দেখতে আসবে। তাই যখন তখন দুর্ঘটনার শিকার হতে পারেন দর্শকরা। এমনকী নিরাপদ থাকবেন না ফুটবলাররাও। তাই পুলিশ জানিয়েছে যে এই মুহূর্তে মোহনবাগান মাঠে খেলা হওয়া সম্ভব নয়। এরপরেও ভারতীয় ফুটবল লিগ  ম্যাচটিকে কল্যাণীতে নিয়ে যেতে চেষ্টা করেছিল। তবে পরবর্তী সাফ কাপ খেলার জন্য কল্যাণীর মাঠেও কাজ চলছে। তাই সেদিকেও শেষ রক্ষে হল না সবুজ-মেরুণের। ৬ই আগস্ট কাস্টমস-দের বিরুদ্ধে প্রথম লিগ ম্যাচে নামবে মোহনবাগান।  

Latest Videos

গতবারের লিগ চ্যাম্পিয়ন ছিল মোহনবাগান সাথেই ওই লিগে রানার্স ছিল পিয়ারলেস। তাই প্রথম লিগের শুরুতেই এই দুই দলের প্রতিদ্বন্দিতা এক আলাদাই রূপ নিত। কিন্তু সে দৃশ্য র দেখে উঠতে পারলেন না কেউই। তবে অন্যদিক থেকে দেখলে দেখা যায় মোহনবাগানের মাঠ তথাকথিত ছোট। ফলে ছোট মাঠে খেলতে নামলে সমস্যায় পড়ত সবুজ-মেরুণ। তাই খেলা না হওয়ায় বরং ভালই হয়েছে বলে মনে করেছেন অনেকে। 

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda