শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি উৎসব। এই শুভ তিথিতে ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুস্থ জীবন ও সাফল্যের কামনা করে বোনা। তেমনই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাইরা। ভাই-বোনের ভালোবাসার প্রতীক হব এই বিশেষ উৎসব। বছর তিথি অনুসারে ১১ অগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা। আজ এই বিশেষ দিনে পালন করুন কিছু জ্যোতিষ টোটকা। ভাই-বোনের সম্পর্ক হবে মজবুত করতে ও দূর হবে আর্থিক জটিলতা শাস্ত্রে রয়েছে একাধিক টোটকা উল্লেখ। রইল এমন ১০টি টোটকা হদিশ। দেখে নিন এক নজরে।