হিন্দুধর্ম সারা পৃথিবীব্যাপী ধর্ম নয়। এই ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। অনাদি কাল থেকে এই পরম্পরা চলে আসছে লৌহযুগীয় ভারতের ঐতিহাসিক বৈদিক ধর্মে এই ধর্মের শিকড় নিবদ্ধ। হিন্দুধর্মকে বিশ্বের "প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস" বা "প্রাচীনতম জীবিত প্রধান মতবাদ" আখ্যা দেওয়া হয়। হিন্দু ধর্ম প্রতীকতায় সমৃদ্ধ। এই ধর্মে বিভিন্ন ধরণের প্রাচীন পবিত্র চিহ্ন রয়েছে যা দর্শন, শিক্ষা এবং দেবদেবীদের উপস্থাপন করে। জেনে নিন এমনই কয়েকটি ভারতীয় প্রতীক এবং তার মহাজাগতিক ব্যাখা।