আর্থিক অনটন, আর্থিক ক্ষতি, আর্থিক বাধা-র মতো সমস্যায় ভোগেন অনেকেই। আর্থিক অনটন মানে, তার থেকে খারাপ সময় কিছু হতে পারে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা নানা রকম টোটকা মেনে চলি। কখনও জ্যোতিষ মত মেনে নানা রকম টোটকা করি, তো কখনও ঘর রাখতে চাই বাস্তু মুক্ত। এই সমস্যা থেকে মুক্তি মিলবে এবার একটি গাছের গুণে। বাড়িতে রাখুন মানি প্ল্যান্ট। বাড়িতে মানি প্ল্যান্ট রাখার চল বহু দিনের। অনেকেই আর্থিক উন্নতির জন্য মানি প্ল্যান্ট রাখেন। তবে জানেন কি, এই মানি প্ল্যান্টেরও আছে নানান প্রজাতি। আজ রইল পাঁচ ধরনের মানি প্ল্যান্টের কথা। দেখে নিন কোনটা আপনার বাড়িতে রাখার জন্য উপযুক্ত।