আমাদের প্রাচীন পুরাণে গঙ্গাস্নানের মাহাত্ম্যের উল্লেখ রয়েছে। ঠিক একই কারণে বিভিন্ন তীর্থ স্থানে স্নান করার একটি বিশেষ মাহাত্ম্য আছে। আমাদের শাস্ত্রে সাত রকম স্নানের কথা বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, তীর্থস্থানে স্নান করলে শান্ত রাখা যায় নবগ্রহকে। জীবনে বিভিন্ন গ্রহের সু-প্রভাবের পাশাপাশি কু-প্রভাবও রয়েছে। আর সেই কুপ্রভাব কাটানোর জন্য তীর্থস্থান স্নান করার কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে।