ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। গণনা অনুসারে, আজ অর্থাৎ ১৮ অগস্ট রাত ৯.২০ মিনিটতে পড়ছে জন্মাষ্টমী তিথি। আর তা চলছে ১৯ অগস্ট রাত ১০টা ৫৯ মিনিটে। খেয়াল রাখুন এবছর জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের আরাধনায় যে কোনও ত্রুটি না থাকে। যেমন বিশেষ নজর দেবেন পুজোর নিয়ম-আচারে। এবছর এই দিনটি কাটান আনন্দের সঙ্গে। বিশেষ ভাবে সাজান ঠাকুর ঘর, তৈরি করুন ভোগ প্রসাদ। তেমনই সকলকে পাঠান শুভেচ্ছা। জেনে নিন কী লিখবেন শুভেচ্ছা বার্তায়। রইল ১০টি বিশেষ বার্তার হদিশ।