শ্রী কৃষ্ণের আশীর্বাদ পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, ব্যথা বেদনা, পাপ অন্যায়, জন্মাষ্টমী পূণ্য পাবনে সবাইকে শুভেচ্ছা জানাই অনেক অনেক শুভেচ্ছা। - এই বার্তা আজ পাঠান সকলকে। আজ ভগবান শ্রীকৃষ্ণকে নিজের বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। মোহন ভোগ নিবেদন করতে পারেন শ্রীকৃষ্ণকে। এই মোহন ভোগ তৈরি করতে প্রয়োজন সুজি, চিনি, দুধ, জল, ঘি, কিশমিশ, তেজপাতা, এলাচ গুঁড়ো, জাফরান এবং কাজু।