অশুভ শক্তি দূর করে গাছ গুরুত্বপূর্ণ। ঘরে ও বাইরে গাছ লাগালে যা একদিক দিয়ে দেখতে সুন্দর লাগে। অন্যদিকে অক্সিজেন দেন। তবে বাস্তু অনুসারে তুলসী গাছের উপকারীতা অনেক। ঘরের উত্তর-পূর্ব কোনে তুলসীর চারা রাখুন। যা পুরো বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে দেবে। এছাড়াও মানিপ্ল্যান্ট গাছ রাখতেই পারেন। যা উন্নতির বার্তা দেয়।