বাধা কাটিয়ে বাড়িয়ে তুলুন আয় ও সঞ্চয়, জেনে নিন বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি

বর্তমানকালে বাস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে। দৈনন্দিন জীবনে অর্থভাগ্য বা সঞ্চয় উন্নতি করতে মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি। আর্থিক সমস্যার সম্মুখীন কম-বেশি আমাদের প্রত্যেকের জীবনেই আসে। তাই এই সমস্যাগুলি যাতে সহজেই এড়িয়ে চলা যায় তার জন্য বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে কিছু টোটকার। জেনে নিন বাস্তুর সেই সহজ নিয়মগুলি যা জীবন থেকে যাবতীয় আর্থিক সমস্য়া বা সঞ্চয়ে বাধা হওয়ার মত সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে।

deblina dey | Published : Feb 2, 2021 7:20 AM IST
16
বাধা কাটিয়ে বাড়িয়ে তুলুন আয় ও সঞ্চয়, জেনে নিন বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি

বাস্তু মতে, দক্ষিণদিকে পিছন করে টাকার আলমারি রাখা উচিত। তাতে অর্থভাগ্য ভাল হয়। 

26

সব সময় টাকা রাখার স্থান বন্ধ রাখুন তাতে অর্থ ভাগ্যের উন্নতি হয়।

36

শোওয়ার ঘরে সামনেই জলের কোনও ব্যবস্থা থাকলে তার সামনে তামা বা পিতলের কোনও ধাতুর বস্তু ঝুলিয়ে রাখুন। এর ফলে আর্থিক উন্নতি ঘটে। 

46

সঞ্চয় ভাগ্যের উন্নতি করতে প্রভাবিত করে বাড়ির জল নিকাশি ব্যবস্থা। বাড়িতে জল নিকাশির ব্যবস্থা রাখুন উত্তর পূর্ব দিকে।  

56

ক্রমাগত কল থেকে জল পড়ে যাওয়া আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। তাই বাড়িতে এমন কোনও সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করুন। 

66

প্যান্টের পিছন পকেটে টাকা রাখেন অনেকেই। তবে বাস্তুশাস্ত্র মতে সঞ্চয়ের পরিমাণ বাড়াতে হলে এই অভ্যাস বন্ধ করতে হবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos