অক্ষয় তৃতীয়ার তাৎপর্য
অক্ষয় তৃতীয়া দিনটি শুভ ও মাঙ্গলিক কাজের জন্য শুভ। এই দিনে আবুজা মুহুর্তা পালিত হয়। বিবাহের পাশাপাশি জামাকাপড়, সোনা-রূপার গয়না, যানবাহন, সম্পত্তি ইত্যাদির কেনাকাটাও এই দিনে শুভ বলে মনে করা হয়। এই দিনে দান-খয়রাতেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটা করলে ধন-সম্পদ ও শস্যের অনেক বৃদ্ধি হয়।