মকর (Capricorn)
আজ আপনার মনেপ অনুভূতি প্রকাশ করার দিন। আপনি এই মুহূর্তে প্রেমের সম্পর্কে থাকুন কিংবা বিবাহিত হন না কেন, আজ দিনটি রোম্যান্টিক ভাবে কাটবে। আজ আবেগ অনুভব করবেন। আপনার অন্তদৃষ্টিতে বিশ্বাস রাখুন। দিনটি ভালো কাটবে। আজ নিজের ওপর বিশ্বার রাখুন। আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিন।