জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মঙ্গল একটি বিশেষ স্থানে অবস্থান করছে। এই গ্রহকে বলা বয় সেনাপতি। মঙ্গলকে শক্তি, ভূমি, সাহস, পরাক্রম, বীরত্বের কারক গ্রহ মনে করা হয়। মঙ্গল মেষ ও বৃশ্চিক রাশি দ্বারা শাসিক। জ্যোতিষ গণনা অনুসারে, আগামী ১৭ মে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল। এতে শুধু মীন রাশির জাতক জাতীকাদের জীবনে পরিবর্তন আসবে এমন নয়, সঙ্গে প্রতিটি রাশির ওপর প্রভাব ফেলবে। জেনে নিন মঙ্গল গ্রহের স্থান পরিবর্তন কোন রাশির জন্য শুভ, কার জন্য নিয়ে আসছে কঠিন সময়। দেখে নিন মেষ থেকে মীন রাশির জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে।