নবরাত্রিতে দেবী দুর্গা আপনাকে সুস্বাস্থ্য, সম্পদ, শান্তি, সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু দান করুর। শুভ নবরাত্রি। - আপনার পাঠানো বার্তা মন ছুঁয়ে যাক সকলের। পাঠাতে পারেন এই বার্তা। নবরাত্রি প্রধানত দুবার পালিত হয়। এক বার চৈত্র মাসে ও অপরটি আশ্বিন মাসে। এখন পালিত হচ্ছে আশ্বিন নবরাত্রি। এই সময় শুভেচ্ছা জানান সকলকে।