মহাবিদ্যা বা দশমহাবিদ্যা সনাতন ধর্মে দেবীর দশটি রূপের কথা উল্লেখ আছে। এই দশ রূপের কোনওটায় আছে ভয়ঙ্কর দেবীমূর্তি তেমনই অন্য প্রান্তে রয়েছে অপরূপা সুন্দরী দেবী প্রতিমা। মুণ্ডমালা তন্ত্র অনুসারে, এই দশমহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। শাস্ত্রে মহাবিদ্যার ধারণা খুবই গুরুত্বপূর্ণ। মহাবিদ্যা কথাটির মূলত সংস্কৃত শব্দ। মহা অর্থাৎ মহৎ আর বিদ্যা অর্থাৎ রূপ, প্রকাশ, জ্ঞান বা বুদ্ধি। আজ রইল দেবীর সেই দশ রূপের কথা। দেখে নিন এক ঝলকে।