কালী বা মহাকালী- দেবী কালী মহাকালী, ভদ্রকালী এবং কালিকা নামেও পরিচিত। দশ মহাবিদ্যার মধ্যে দেবীর সবচেয়ে শ্রেষ্ট রূপ হল কালী বা মহাকালী। তিনি শিবের শক্তি। মহাকালী যুদ্ধ, ক্রোধ, সময়, পরিবর্তন, সৃষ্টি, ধ্বংস ও শক্তির দেবী। বিভিন্ন কাহিনি অনুসারে কালীর ৮, ১২ ও ২১ ভিন্ন রূপ আছে। তার মধ্যএ অন্যতন আদ্যকালী, চিন্তামণি কালী, স্পর্শ মণি কালী, দক্ষিণা কালী, শ্যামা কালী ও শ্মশানকালী।