সংখ্যা ১ ( যে কোনও মাসে ১, ১০, ১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ আপনি বিশেষ কিছু অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন। ঘরে বসে কিছু কেনাও সম্ভব। কষ্টে প্রিয়জনকে সাহায্য করে আনন্দ পাবেন। হঠাৎ করে কিছু খরচ হতে পারে। আপনার যদি কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, তাবলে একজন প্রবীণের পরামর্শ নিন। কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা বাড়ত পারে।