বাস্তু যদি ঘরে ঠিক না থাকে তবে মানুষের জীবনেও অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই কারণেই বাস্তুশাস্ত্র মতে ঘর সাজিয়ে নেওয়া জরুরি বলে মনে করা হয়। বাস্তু ত্রুটির কারণে ঘরে অর্থ, লোকসান, অসুবিধা, নানান ঝামেলা হয়ে থাকে। শুধু তাই নয়, অনেক সময় সন্তান সুখের অভাবেরও কারণও হতে পারে বাস্তু দোষ। যদি আপনিও সন্তানের সুখ থেকে বঞ্চিত হন তবে আপনার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি আপনার বাড়ির বাস্তুতেও মনোযোগ দেওয়া উচিত। অনেক সময় বাস্তুর গুরুতর ত্রুটির কারণে সন্তান সুখে বাধার সৃষ্টির হয়। তাই সন্তান সুখ পেতে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নজর দিন বাস্তুতেও-