রিল লাইফের মানুশটির রিয়েল লাইফ জানার জন্যও অনেকে মুখিয়ে থাকেন সর্বদা। এত মেয়েদের মনে একপ্রকার দুঃখ হলেও তিনি নিজের মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন আজ থেক ঠিক ১৩ বছর আগে। ছোটবেলার বন্ধু নন্দিনীকে বিয়ে করেছেন। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে, যার নাম ময়ূরাক্ষী।