Published : Nov 17, 2020, 08:42 PM ISTUpdated : Nov 17, 2020, 09:47 PM IST
সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের জনপ্রিয়তা ক্রমশ আকাশ ছুঁই। কেবল বাংলায় নয়, দেশের বিভিন্ন কোণায় লুকিয়ে রয়েছে তাঁর ভক্ত। নিখিল জৈনের সঙ্গে বিয়ে হওয়ার পর সেই অগণিত ভক্তদের মন ভেঙেছিল এক নিমেষে। জৈন পরিবারের পুত্রবধূ নুসরত জাহান। তবে বাঙালিয়ানা এখনও একই রকম বজায় রেখেছেন তিনি। যতই হোক বাংলার মেয়ে তিনি। সেই বাঙালিয়ানা কখনই মুছে ফেলবেন না নুসরত।